ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আজ ৭০তম জন্মদিন

২১ বছরেও এমপিওভুক্ত হয়নি হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ নভেম্বর ২০১৭

২১ বছরেও এমপিওভুক্ত হয়নি হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ বাংলা সাহিত্যের অন্যতম কিংবদন্তি, প্রয়াত হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠটি দীর্ঘ ২১ বছরেও এমপিওভুক্ত হয়নি। বাস্তবায়িত হয়নি হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার মাকে দেয়া শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতিও। এ কারণে আজও তার পারিবারিক অনুদানের ওপর ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে অজপাড়াগাঁয়ের এ শিক্ষা প্রতিষ্ঠানটি। অথচ ফলাফলের দিক থেকে এটিই এখন গোটা উপজেলার শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ। জানা গেছে, হুমায়ূন আহমেদের পৈত্রিক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। মা আয়েশা ফয়েজের অনুরোধে তিনি ১৯৯৬ সালে ওই গ্রামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০০৮ সালে। ৩৩ একর জায়গার ওপর হুমায়ূন আহমেদের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টির নাম ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’। হুমায়ূন পত্নী আর্কিটেক্ট মেহের আফরোজ শাওনের ডিজাইন করা বিদ্যালয়টি জেলার সবচেয়ে সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান। এতে রয়েছে বিশাল খেলার মাঠ, অজস্র বইয়ে সমৃদ্ধ লাইব্রেরি, বিজ্ঞানাগার, মুক্তিযুদ্ধভিত্তিক ছবির গ্যালারি, শহীদ স্মৃতিফলকসহ অনেক কিছু। হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিল এটিকে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করা যাতে শহরের ছেলেমেয়েরাও গ্রামের ওই প্রতিষ্ঠানটিতে পড়তে আসে। কবি শামসুর রাহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরসহ (বর্তমান সংস্কৃতিমন্ত্রী) সরকার এবং প্রশাসনের অনেক উচ্চপদস্থ ব্যক্তি বিদ্যালয়টির কার্যক্রম দেখে প্রশংসা করেছেন। জীবদ্দশায় বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করার বহু চেষ্টা করেও ব্যর্থ হন হুমায়ূন আহমেদ। এ কারণে তিনি নিজেই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতেন। ২০১২ সালে হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার মা আয়েশা ফয়েজ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের কাছে বিদ্যালয়টি এমপিওভুক্ত করার দাবি জানালে মন্ত্রী প্রতিশ্রুতি দেন। কিন্তু পাঁচ বছরেও সে প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। বর্তমানে মেহের আফরোজ শাওন শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিয়ে যাচ্ছেন। এদিকে শিক্ষার মান এবং ফলাফলের দিক দিয়ে বিদ্যালয়টি ইতোমধ্যে জেলার একটি মডেল বিদ্যাপীঠে পরিণত হয়েছে। গত এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ৫৫ পরীক্ষার্থী অংশ নেয় এবং শতভাগ পাস করে। কর্মসূচী হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন উপলক্ষে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে সোমবার নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এর মধ্যে রযেছে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র‌্যালি, কেক কাটা, পথনাটক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যাপীঠের শিক্ষার্থীরা ছাড়াও হুমায়ূন আহমেদের নিজ গ্রাম কুতুবপুরসহ কেন্দুয়া উপজেলার নানা শ্রেণী পেশার মানুষজন এসব কর্মসূচীতে অংশগ্রহণ করবেন।
×