ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফেসবুকে নতুন সুবিধা

প্রকাশিত: ০৪:৪১, ৭ নভেম্বর ২০১৭

ফেসবুকে নতুন সুবিধা

ফেসবুক প্ল্যাটফর্মেই অর্থ লেনদেনের সুবিধা আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। শীঘ্রই ‘রেড এনভেলপ’ এবং ‘ব্রেকিং নিউজ’ ট্যাগ নামে দুটি ফিচার পরীক্ষা শুরু করবে ফেসবুক। রেড এনভেলপের মাধ্যমে একে অন্যকে অর্থ পাঠাতে পারবেন গ্রাহক। আর ব্রেকিং নিউজ ট্যাগ দিয়ে সাম্প্রতিক খবরগুলো চিহ্নিত করে রাখতে পারবেন প্রকাশকরা। ফিচার দুটি এখনও আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শুরু করেনি ফেসবুক। প্রযুক্তিবিষয়ক সাইট রিকোড জানায়, ফেসবুক নিশ্চিত করেছে যে ‘ব্রেকিং নিউজ’ ট্যাগ ফিচার ভবিষ্যতে পরীক্ষা করা হবে। তবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়নি। আর রেড এনভেলপ নিয়ে কোন তথ্যই দেয়নি প্রতিষ্ঠানটি। ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘নতুন পণ্য অভিজ্ঞতা দিতে ফেসবুক সব সময়ই পরীক্ষা চালাচ্ছে। কিন্তু এ মুহূর্তে কথা বলার জন্য নির্দিষ্ট কিছু নেই।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমনও হতে পারে ফিচারটি কখনই চালু করা হবে না। চলতি বছরের শুরুতে মেসেঞ্জার এ্যাপে গ্রুপ পেমেন্ট ফিচার চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে দলের সবাইকে একসঙ্গে বা নির্দিষ্ট কাউকে অর্থ পাঠানো যায়। -আইএএনএস
×