ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অপরাধ আড়াল করতে আবোল তাবোল বলছে মিয়ানমার॥ কাদের

প্রকাশিত: ০৫:৩৫, ৬ নভেম্বর ২০১৭

অপরাধ আড়াল  করতে আবোল তাবোল বলছে মিয়ানমার॥ কাদের

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রবিবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ত্রাণ বিতরণ করতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাখাইনে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে যে হত্যা, ধর্ষণ, জ্বালাও পোড়াওয়ের ঘটনা ঘটেছে সে অপরাধ আড়াল করতেই মিয়ানমার এখন আবোল তাবোল বকছে। মন্ত্রী বলেন, রাখাইন রাজ্যে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গাদের ফিরিয়ে না নিয়ে দেশটির সরকার বাংলাদেশকে নানাভাবে উস্কানি দিয়েছে। এদেশের আকাশসীমায় তাদের হেলিকপ্টার দফায় দফায় রাউন্ড দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন, আমরা কাউকে আক্রমণ করব না। কোন অবস্থাতেই উস্কানির কোন ফাঁদে পা দেয়া যাবে না। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্ভূত সঙ্কটের সমাধান করা যাবে বলে তার আশা। বাংলাদেশ এ সমস্যা সমাধানের পথ খুঁজছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে সরকারী উদ্যোগ অব্যাহত রয়েছে। তিনি বলেন, বৌদ্ধ জনগোষ্ঠী প্রধান মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট সহিংসতা শুরু হওয়ার পর লাখ লাখ রোহিঙ্গা মুসলমানের ঢল নামে বাংলাদেশ সীমান্তে। গত আড়াই মাসে প্রায় ৬ লাখ ২২ হাজারেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের নিজেদের নাগরিক হিসেবে মানতে নারাজ। তাদের সেনারা শরণার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সীমান্তে পেতে রেখেছে স্থলমাইন। আন্তর্জাতিক মহলে সমালোচনা হওয়ায় মিয়ানমার ১৯৯২ সালের প্রত্যাবাসন চুক্তির আওতায় দ্বিপাক্ষিক ব্যবস্থাপনায় রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বলছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘকে যুক্ত করাসহ কয়েকটি প্রস্তাব করা হয়েছে। ওবায়দুল কাদের বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করেন। বলেন, রোহিঙ্গা ক্যাম্পের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে দেয়ার পর সেখানে কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবে মাঝেমধ্যে চক্রান্তমূলক কিছু ঘটনা ঘটেছে। কিন্তু গোয়েন্দাদের তৎপরতায় ও সেনা প্রচেষ্টায় চক্রান্তকারীদের হাতেনাতে ধরা হয়েছে। মন্ত্রী কক্সবাজারের একটি হোটেলে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য দেয়া ত্রাণ গ্রহণ করেন। কুতুপালং ক্যাম্পে তিনি রোহিঙ্গাদের মাঝে চাল, বস্ত্র ও সোলার প্যানেলসহ বিভিন্ন ত্রাণ সামগ্রি বিতরণ করেন।
×