ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

ফুলবাড়িয়ার রিয়াজ ফকিরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশিত: ০৫:১৭, ৬ নভেম্বর ২০১৭

ফুলবাড়িয়ার রিয়াজ ফকিরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আটক রিয়াজ উদ্দিন ফকিরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রবিবার চার সাক্ষী ডাঃ আব্দুল আউয়াল, আব্দুল কুদ্দুস, নূর মোহাম্মদ ও মোবারক আলী এ আসামির বিরুদ্ধে সাক্ষ্যদান করেছেন। সাক্ষীরা তাদের সাক্ষ্যদানকালে বলেন, আসামি রিয়াজ উদ্দিন ফকির, ওয়াজউদ্দিন ফকির (মৃত) আমজাদ (মৃত) ও তাদের সঙ্গীয় রাজাকাররা একাত্তরের ১৩ নবেম্বর আমাদের এলাকায় এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে। আমরা দেখি, রাজাকাররা লোকজনকে টেনে-হিঁচড়ে ট্রাকে তুলে তাদের ফুলবাড়িয়ার দিকে নিয়ে যায়। জানতে পারি, এভাবে ৪০/৫০ লোককে ধরে নিয়ে ভালুকজান ব্রিজের কাছে নিয়ে জবাই করে হত্যা করে। সাক্ষীদের জবানবন্দী শেষে আসামিপক্ষের আইনজীবী তাদের জেরা করেছেন। পরবর্তী সাক্ষীর জন্য ২৯ নবেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে নেত্রকোনার চার আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেবে কি না এ বিষয়ে আদেশ দেবে আগামী ২৮ নবেম্বর। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরধ ট্রাইব্যুনাল রবিবার এ আদেশ প্রদান করেছেন। আদেশে ২৮ নবেম্বর ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার চার আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেবে কি না এ বিষয়ে আদেশ দেবে আগামী ২৮ নবেম্বর। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন।
×