ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় স্কুলছাত্রী অপহরণ চেষ্টা ॥ আটক ২

প্রকাশিত: ০৬:১৪, ৪ নভেম্বর ২০১৭

নওগাঁয় স্কুলছাত্রী অপহরণ চেষ্টা ॥ আটক ২

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ নবেম্বর ॥ সদর উপজেলার বলিহার ইউনিয়নের কসবা গ্রামের গোবিন্দ চন্দ্র বর্মণের কন্যা সীমা রানী বর্মণ অপহরণের চেষ্টার সময় তাকে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ফেলে রেখে যায় অপহারণকারীরা। অপহরণের মূল হোতা সীমার কথিত প্রেমিক রিপন ও তার সহযোগী সিএনজি চালক ফায়সালকে আটক করেছে পুলিশ। সীমা রানী বর্মণ নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সীমা প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তায় কথিত প্রেমিক রিপন কুমার তার বন্ধু ফায়সালের সিএনজিতে তাকে তুলে নেয়। পূর্ব পরিচিতির সূত্র ধরে তাকে সিএনজিতে তুলেই কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দেয়। বেলা ১১টার দিকে তাকে অজ্ঞান অবস্থায় কসবার রাস্তার ধারে নামিয়ে দেয় তারা। এ সময় স্থানীয় লোকজন সিএনজিসহ রিপন ও ফায়সালকে আটক করে পুলিশে খবর দেয়। সংজ্ঞাহীন সীমাকে পার্শ্ববর্তী সাধনের বাড়িতে নিয়ে মাথায় পানি ঢালার পর তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলছেন, সীমাকে ড্রিঙ্কসের সঙ্গে চেতনানাশক খাওয়ানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার মুখম-লে চড়-থাপ্পড়ের চিহ্ন রয়েছে। ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩ নবেম্বর ॥ সাঁকো থেকে পড়ে পানিতে ডুবে এশা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গাবখান গ্রামে এ ঘটনা ঘটে। এশা গাবখান গ্রামের নয়ন ফকিরের মেয়ে। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে একটি বাঁশের সাঁকোতে ওঠে এশা। পা পিছলে সাঁকো থেকে সে নিচে খালের মধ্যে পড়ে যায়। পানিতে ডুবে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক এশাকে মৃত ঘোষণা করেন।
×