ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ই-নাইনভুক্ত দেশের সহযোগিতা ছাড়া এসডিজি ৪ বাস্তবায়ন সম্ভব নয় ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৪:০১, ৩ নভেম্বর ২০১৭

ই-নাইনভুক্ত দেশের সহযোগিতা ছাড়া এসডিজি ৪ বাস্তবায়ন সম্ভব নয় ॥  শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষামন্ত্রী ও ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ই-নাইনভুক্ত দেশগুলো কার্যকর সহযোগিতা ছাড়া এসডিজি-৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব নয়। কারণ এ নয়টি দেশে পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা ৫০ ভাগ বাস করে, যাদের মধ্যে বয়স্ক নিরক্ষতার হার অনেক বেশি। এসব দেশে বয়স্ক নিরক্ষতার হার শতকরা প্রায় ৭০ ভাগ। প্যারিসে ইউনেস্কো সদর দফতরে ৩৯তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণকারী ই-নাইন দেশসমূহের শিক্ষামন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানদের সম্মানে তার দেয়া এক মধ্যাহ্ন ভোজসভায় এ আহ্বান জানান। সভায় ই-নাইন দেশসমূহের প্রতিনিধিরা লক্ষ্য অর্জনে ঢাকা ডিক্লারেশনের আলোকে এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত ই-নাইন ফোরামের শিক্ষামন্ত্রীদের সম্মেলনে গৃহীত ঢাকা ডিক্লারেশনের সিদ্ধান্ত উল্লেখ করে নিজ নিজ দেশের অভিজ্ঞতা ও ভাল উদাহরণগুলো পরস্পরের সঙ্গে বিনিময় এবং সকল পরিসরে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন নুরুল ইসলাম নাহিদ। ব্রাজিল, চীন, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া এবং পাকিস্তানের শিক্ষামন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানরা এ সংবর্ধনা সভায় অংশগ্রহণ করেন। শিক্ষামন্ত্রী ইউনেস্কো সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সংস্থাটির পরবর্তী দুই বছরের কর্মসূচী ও রাজেট চূড়ান্ত করার জন্য প্রতি দুই বছর পর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিনিধিদলে আরও আছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মোঃ মনজুর হোসেন। সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির দাবি বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) সভাপতি ও ধানম-ি গভর্নমেন্ট বয়েজে হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইনছান আলীর বিরুদ্ধে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে অভিযোগ এনে এ তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে সমিতি। অধিদফতরসহ বিভিন্ন স্কুলের ভাল পদে ঘাপটি মেরে থাকা বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা ইনছান আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ এনেছে বাসমাশিস। সংগঠনের এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না, ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গ জবাব দেবে সমিতি।
×