ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সড়ক ভেঙ্গে যোগাযোগ বন্ধ ॥ দুর্ভোগ ১০ গ্রামের মানুষের

প্রকাশিত: ০৪:৩৯, ২৯ অক্টোবর ২০১৭

টাঙ্গাইলে  সড়ক ভেঙ্গে যোগাযোগ বন্ধ ॥ দুর্ভোগ ১০ গ্রামের মানুষের

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৮ অক্টোবর ॥ বাসাইলে প্রবল বর্ষণে বাসাইল-ধল্যা ভায়া বিলপাড়া সড়কের বিলপাড়া এলাকায় প্রায় ১শ’ ফুট ভেঙ্গে যাতায়াত বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিলপাড়া, ধল্যা, নাটিয়াপাড়া, কাজিরাপাড়া, আদাবাড়ি, হাবলাসহ প্রায় ১০টি গ্রামের মানুষের। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ঝিনাই নদী থেকে বালু উত্তোলনের কারণে বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। বর্ষা শেষ হলেও এ নদী বালুখেকোদের দখলে থাকে। মূলত বাল উত্তোলনের কারণেই প্রতি বছর অনেক ঘরবাড়ি, রাস্তা-ঘাট নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ভুক্তভোগী একলাছ হোসেন খান জানান, প্রবল বর্ষণে গত শনিবার সন্ধ্যায় সড়কটি ভেঙ্গে গিয়ে যাতায়াত বন্ধ হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ছাড়াও হাজারও সাধারণ মানুষ যাতায়াত করে। গত পাঁচ দিন ধরে এ সড়কটি বন্ধ থাকায় এ অঞ্চলের মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য আশরাফুজ্জামান বলেন, সড়কটি অতি গুরুত্বপূর্ণ, এ সড়ক দিয়ে মির্জাপুর ও বাসাইল উপজেলার ১০ গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতায়াত করে। এ ছাড়াও দৃষ্টিনন্দিত পর্যটন এলাকা মহেড়া জমিদার বাড়ি ও পুলিশ ট্রেনিং সেন্টারে সর্বসাধারণের যাতায়াতের জন্য এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি ভেঙ্গে যাওয়ার ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকার মানুষ ও দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। সড়কটি জরুরী ভিত্তিতে সংস্কারের দাবি জানান এলাকাবাসী। প্রধানমন্ত্রীকে কটূক্তি ॥ ইউপি সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান ডাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাহাগিলি গ্রামের নজরুল ইসলামের ছেলে। শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। অভিযোগ মতে গত কয়েকদিন ধরে উক্ত ইউপি সদস্য ফেসবুকে তার নিজস্ব টাইমলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অশ্লীল স্ট্যাটাস পোস্ট করে। অনেকে তাকে সেই পোস্ট তুলে নেয়ার জন্য বারবার অনুরোধ করলেও তিনি তা কর্ণপাত করেননি।
×