ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে আদিবাসী পল্লীতে হামলা অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৬:০২, ২৮ অক্টোবর ২০১৭

জয়পুরহাটে আদিবাসী পল্লীতে হামলা অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৭ অক্টোবর ॥ সদর উপজেলার চকঈশ্বরপুর গ্রামে আদিবাসী পল্লীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক আদিবাসীর বাড়িতে ভাংচুর ও আগুন লাগিয়ে দিয়েছে প্রভাবশালীরা। এ ঘটনায় আদিবাসী পল্লীতে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চকঈশ্বরপুর গ্রামের বাসিন্দা আদিবাসীপাড়ার মৃত জয়ধন পাহানের ছেলে নগেন পাহানের সঙ্গে একই গ্রামের ওমর আলীর সাত একর ৯০ শতক জমি নিয়ে আদালতে মামলা চলছে। শুক্রবার দোগাছী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আফজাল হোসেন ও ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মতিন বিবদমান জমি নিয়ে বিচার হবে বলে নগেন পাহানকে সকাল ১০টার সময় সিনিয়র দাখিল মাদ্রাসায় যেতে বলে। নগেন পাহানের সেখানে যেতে দেরি হলে ওমর আলী, মেম্বার আফজাল হোসেন ও আব্দুল মতিন শতাধিক লোকজন নিয়ে নগেন পাহানের বাড়িতে যায় এবং তাদের কাছে জমিজমার দলিল চায়। নগেন পাহান দলিলের কাগজ উকিলের কাছে আছে বলার সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ওমর আলী, মেম্বার আফজাল হোসেন ও মেম্বার আব্দুল মতিনের লোকজন নগেন পাহানের বাড়িতে ভাংচুর শুরু করে ও আগুন ধরিয়ে দেয়। আগুনে নগেনের একটি ঘর পুড়ে যায়। যাওয়ার সময় তারা বাড়িসংলগ্ন বাগানের কলাগাছ কেটে রেখে চলে যায়। নগেন পাহান ও তার ভাতিজারা জানায়, যাওয়ার সময় ওমর আলী ও ওই দুই মেম্বার তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে চলে যায়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, এ ঘটনায় জড়িত ওমর আলী ও তার দুই ছেলে শফিকুল ও নফিকুলকে গ্রেফতার করা হয়েছে এবং আদিবাসীদের নিরাপত্তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
×