ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ডিসির অপসারণ দাবিতে মানববন্ধন অব্যাহত

প্রকাশিত: ০৪:৩১, ২৫ অক্টোবর ২০১৭

ডিসির অপসারণ দাবিতে মানববন্ধন অব্যাহত

নিজস্ব সংবাদদতা, পাবনা, ২৪ অক্টোবর ॥ জেলা প্রশাসকের বাসায় চিকিৎসক না পাঠানোর অভিযোগে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মঞ্জুরা রহমানেরকে ওএসডি করার প্রতিবাদে চিকিৎসকরা ২য় দিনের মতো মানববন্ধন করেছেন। মঙ্গলবার দুপুরে হাসপাতাল চত্বরে বিএমএ এ কর্মসূচী পালন করে। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে হাসপাতালের সব চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও ইন্টার্ন চিকিৎসক ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষানবিস শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিবাদ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন, পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রিয়াজুল হক রেজা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ আহমদে তাউস, ডাঃ জাহেদী হাসান রুমী, ডাঃ শাহিন ফেরদৌস শানু, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ শাহা আলম শোভন। মানববন্ধনে বক্তারা বলেন, সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে আমাদের হাসপাতালের সহকারী পরিচালককে ওএসডি করা হয়েছে। পাবনা জেলা প্রশাসক যে অভিযোগ এনেছেন সেটি সঠিক না। একই সঙ্গে সহকারী পরিচালকের ওএসডি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান। ওই আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন বক্তারা। এ সময় তারা জেলা প্রশাসকের অপসারণ দাবিও করেন। উল্লেখ্য, গত বুধবার পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো অসুস্থ হলে জনৈক ম্যাজিস্ট্রেট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালককে বাসায় গিয়ে চিকিৎসার জন্য বলা হয়। তিনি যেতে অপারগতা প্রকাশ করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে ওএসডি করানো হয়। কোটি টাকার হোরোইনসহ আটক স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মঙ্গলবার বিকেলে শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ মুকুল আলী (৩৬) নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে। বগুড়া ৪এপিবিএন জানায়, মাদকবিরোধী অভিযানে দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই অভিযান চালান হয়। এপিবিএনর অপারেশনাল টিমের সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালান হয়। গ্রেফতারকৃত মুকুল হোসেন নাটোর ও বগুড়ায় বড় ধরনের মাদক কারবার পরিচালনা করে আসছিল। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। মুকুল বগুড়ার ফুলতলা এলাকার এক বাড়িতে ভাড়া নিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিল বলে এপিবিএন সূত্র জানায়।
×