ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি ইসলাম তারিক

সমানে সমান রোনাল্ডো-মেসি

প্রকাশিত: ০৪:১৯, ২৫ অক্টোবর ২০১৭

সমানে সমান রোনাল্ডো-মেসি

একেই বলে কপাল। একই বছরে দু’বার ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অনেকেই হয়ত অবাক হচ্ছেন। কিন্তু ঘটনা সত্যি। চলতি বছরের জানুয়ারিতে ২০১৬ সালের ফিফা সেরার অ্যাওয়ার্ড জেতেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা। আর ২৩ অক্টোবর সি আর সেভেন জিতেছেন ২০১৭ সালের ফিফা সেরার পুরস্কার। এমন হওয়ার কারণ ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেয়া হয় প্রতি বছরের জানুয়ারির ১০ তারিখের মধ্যে। এতদিন এটাই ছিল প্রচলিত রীতি কিন্তু এবার সেই ধারার ব্যতয় ঘটেছে। সোমবার রাতে লন্ডনে বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৭ সালের বর্ষসেরা পুরস্কার দেয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে ফিফা যে বছরের পুরস্কার সেই বছরেই দেবে। এ কারণে এ বছর দু’দুবার ফিফা সেরা হলেন রোনাল্ডো। আর এতে করে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছুয়ে ফেলেছেন তিনি। মেসি আগে এককভাবে সর্বোচ্চ পাঁচবার ফিফা সেরা হয়েছিলেন। এখন রোনাল্ডোও তার পাশে নাম লিখিয়েছেন। অর্থাৎ সময়ের দুই সেরা তারকা এখন একই কাতারে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। ফিফার অন্তর্ভুক্ত জাতীয় দলের কোচ, অধিনায়ক ও প্রতিটি দেশের একজন করে সাংবাদিক এবং ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বিজয়ী নির্বাচন করা হয়। সেরা নির্বাচনের জন্য গত সেপ্টেম্বরে তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তালিকায় ঠাঁই পান পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার, রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বার্সিলোনার আর্জেন্টাইন মহানায়ক লিওনেল মেসি। গত আগস্টে ২৪ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল ফিফা। সেখান থেকে সংখ্যাটা তিন জনে নামিয়ে এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ২০১৫ সালের বর্ষসেরার লড়াইয়েও তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মেসি-রোনাল্ডো- নেইমার। সেবার পঞ্চমবারের মতো পুরস্কারটি জেতেন মেসি। গত নয় বছরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার মেসি ও রোনাল্ডো ছাড়া জিততে পারেনি আর কেউ। বার্সিলোনা তারকা পাঁচবার ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড চারবার জিতেছেন। এবার ‘বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জিতে সবচেয়ে বেশিবার বর্ষসেরা হওয়া মেসির রেকর্ড স্পর্শ করেছেন রোনাল্ডো। বছরজুড়ে অসাধারণ সাফল্যের কারণেই বাজিমাত করেছেন তিনি। ২০১৬ সালেরর ২০ নবেম্বর থেকে ২০১৭ সালের ২ জুলাই পর্যন্ত খেলোয়াড়দের অর্জন বিবেচনায় পুরস্কার দেয়া হয়েছে। এর ফলে চলতি বছরটা নিজের করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জিনেদিন জিদান। কারণ সেরা কোচের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ কোচও। ইউরোপ সেরার পাশাপাশি ফিফা সেরা হয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। জিদানের সঙ্গে সেরা কোচের দৌড়ে ছিলেন জুভেন্টাসের ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি ও চেলসির। গত মৌসুমে রিয়ালের লা লীগা ও চ্যাম্পিয়ন্স লীগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন সি আর সেভেন। ইউরোপ সেরার আসরে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে মৌসুমে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন। অবশ্য দিনকয়েক আগে এই ক্লাবে ঢুকেছেন মেসিও। এছাড়া চ্যাম্পিয়ন্স লীগের গত আসরে ফাইনালে দুটিসহ সর্বোচ্চ ১২টি গোল করেন রোনাল্ডো। রোনাল্ডোর চেয়ে দলগত সাফল্য মেসির কম হলেও ব্যক্তিগতভাবে এবারও মৌসুমটা দারুণ কেটেছে আর্জেন্টাইন অধিনায়কের। ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। কাতালান ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা ছিলেন। পরিসংখ্যানের বিচারে মেসি-রোনাল্ডোর মতো নেইমারের প্রাপ্তি অত বেশি না হলেও বার্সিলোনার হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর আলাদাই ছিল। তবে প্রতি বছর দু’টি এ্যাওয়ার্ড একই ব্যক্তি পাওয়ায় ২০১০ সাল থেকে দুটিকে একীভূত করা হয়। যে কারণে শুরু হয় ফিফা ব্যালন ডি’অর এ্যাওয়ার্ড। এভাবে চলেছে পাঁচ বছর, অর্থাৎ ২০১৫ সাল পর্যন্ত। কিন্তু দু’পক্ষের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গতবার ফের আলাদা হয়ে গেছে পুরস্কার দুটি। তাইতো ২০১৬ সালে ভিন্নভাবে দেয়া হয়েছে ব্যালন ডি’অর ও ফিফা সেরা পুরস্কার। গতবার দুটি ট্রফিই জেতেন রোনাল্ডো। এবারও দুটিতেই বাজিমাত করেছেন সুদর্শন এই সুপারস্টার। রোনাল্ডো এর আগে গত আগস্টে জিতেছেন ২০১৬-১৭ মৌসুমের উয়েফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব। মোনাকোতে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে দুই প্রতিদ্বন্দ্বী লিওলেন মেসি ও জিয়ানলুইজি বুফনাকে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড তৃতীয়বারের মতো উয়েফা সেরা হন তিনি। কোচ-সাংবাদিকদের ভোটে বাকি দু’জনের চেয়ে অনেক বেশি ভোট পেয়ে সেরা হন সি আর সেভেন। ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লীগা ও চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের পেছনে অন্যতম প্রধান ভূমিকা ছিল রোনাল্ডোর। চ্যাম্পিয়ন্স লীগে তিনিই করেছিলেন সবচেয়ে বেশি, ১২টি গোল। ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধেও করেছিলেন জোড়া গোল। ফলে এবারও যে পুরস্কারটা তাঁর হাতেই উঠবে, তা অনুমিতই ছিল। অনুমিত ছিল ফিফা সেরাও তিনিই হবেন। শেষ পর্যন্ত সম্ভাবনাই সত্যি হয়েছে।
×