ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যুবলীগ নেতাকে গুলি

অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে ধরেও ছেড়ে দিল পুলিশ

প্রকাশিত: ০৫:১৫, ২৪ অক্টোবর ২০১৭

অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে ধরেও ছেড়ে দিল পুলিশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মাতাল অবস্থায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা জয়নালকে গুলি করার ঘটনায় আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মঞ্জুকে আটক করেও ছেড়ে দিয়েছে পুলিশ। দলের নেতাদের বৈঠকে হওয়া সমঝোতার একটি আপোসনামার ভিত্তিতে এ অভিযুক্তকে ছেড়ে দেয়া হয়েছে। গুলিতে আহত জয়নালের ভাই এ বিষয়ে একটি এজাহার জমা দিলেও পরে মামলা রেকর্ড না করার অনুরোধ জানান। কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, নগরীর এমএ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে আটক করা হয়েছিল মঞ্জুকে। রবিবার রাতেই তাকে ছেড়ে দেয়া হয়েছে। চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উর্ধতন নেতাদের এক বৈঠকে উভয়পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়। এতে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। অপরদিকে, পরিবহন শ্রমিক নেতারা রবিবারের মধ্যে মঞ্জুরুল আলমকে ছেড়ে না দিলে সোমবার থেকে লাগাতার অবরোধের কর্মসূচীর হুমকিও দিয়ে রেখেছিলেন। চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, মামলার এজাহার দায়েরকারী নিজেই থানায় এসে অনুরোধ জানিয়েছেন মামলাটি রেকর্ড না করতে। সে কারণে এজাহারটি মামলা হিসেবে রেকর্ড হয়নি। উল্লেখ্য, গত শনিবার রাত ১২টার দিকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা জয়নাল। তিনি আনোয়ারা থেকে নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মোঃ আলমগীরের ছোট ভাই। আর যিনি গুলি করেন তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ছিলেন। বর্তমানে তিনি পরিবহন ও ঠিকাদারি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট। পরিবহন মঞ্জু হিসেবেও তার পরিচিতি রয়েছে। জয়নালকে যখন গুলি করা হয় তখন তিনি মদ্যপ ছিলেন বলে অভিযোগ আছে। এ ঘটনায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে রবিবার অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত দীর্ঘ সড়কে অবরোধ সৃষ্টি করে রাখে পরিবহন শ্রমিকরা। এতে চট্টগ্রাম-খাগড়াছড়ি-নাজিরহাট সড়ক এবং চট্টগ্রাম থেকে ফটিকছড়ি-রাউজান ও রাঙ্গামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
×