ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অবশেষে জবি ছাত্রলীগের কমিটি ঘোষণা

প্রকাশিত: ০৫:৪০, ১৮ অক্টোবর ২০১৭

অবশেষে জবি ছাত্রলীগের কমিটি ঘোষণা

জবি সংবাদদাতা ॥ অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এক বছর মেয়াদে তরিকুল ইসলামকে কমিটির সভাপতি এবং শেখ জয়নুল আবেদীন রাসেলকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দিয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। ৩৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতেসহ সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে ১৭ শিক্ষার্থীকে। ৯ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৯ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া একজন প্রচার সম্পাদক ও একজনকে দফতর সম্পাদক হিসেবে মনোনয়ন দেয়া হয়। কমিটির সহসভাপতি পদে আছেন আপেল মাহমুদ, আল মামুন কবির, মমিনুর রহমান মমিন, তানজিনা শিমু, আশরাফুল ইসলাম টিটন, শরিফুল ইসলাম, এমএম নাজমুল হাসান, জাহিদুল ইসলাম, জামাল উদ্দীন, নাজীম উদ্দীন তুষার, আখতার হোসাঈন, আব্দুল্লাহ শাহীন, হাসান আহমেদ খাঁন, আল আমিন শেখ, বিজন হালদার রানা, পলাশ দেব, জুয়েল হোসেন শ্রাবণ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুর রহিম কাউসার, শ্রাবণ হালদার, তারেক আজিজ, খন্দকার নুরুজ্জামান নবীন, নাজমুল হাসান, আতাউর রহমান ডেভিড, রিশাদুল ইসলাম রিসাদ, নাজমুল আলম, মশিউর রহমান লিজন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফরাজী, সৈয়দ শাকিল, আকিব বীন বারী, এম এ মমিন, মোঃ নুরুল আফসার, আসাদুজ্জামান আসাদ, তৌকির আহমেদ, আখতার হোসেন, আফ্রিন লাবনী, প্রচার সম্পাদক আল মামুন, দফতর সম্পাদক শাহবাজ হোসেন বর্ষণ। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে পদপ্রত্যাশীদের মধ্য থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ২০টি পদে মনোনয়ন দেয়া হয়েছে। তারা হলেন উপ-প্রচার সম্পাদক সাইদুর রহমান জুয়েল, হারুন অর রশিদ; উপশিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপ-সংস্কৃতিবিষয়ক সম্পাদক আনিসুর রহমান শিশির, উপ-সমাজ সেবাবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক শামীম রেজা, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ ইবনে আব্দুল্লাহ সুমন, উপ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জহির রায়হান আগুন, উপ-অর্থবিষয়ক সম্পাদক শেখ রুবেল, উপ-স্কুলছাত্রবিষয়ক সম্পাদক তানভীর রহমান খান, উপ-পরিবেশবিষয়ক সম্পাদক সুরঞ্জন ঘোষ, উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মাহবুব আলম রবিন, সহসম্পাদক ফরিদ উজ জামান, জামাল উদ্দীন, মনির হোসেন খান সোহেল, আসাদুজ্জামান ইবনে আহমেদ শাকিল, মিলন হোসেন, উমর ফারুক শিপুল; সদস্য- আরিফুর রহমান এবং আব্দুস সালাম।
×