ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় দম্পতি হত্যার ৫ দিনেও ক্লু পায়নি পুলিশ

প্রকাশিত: ০৪:৩৮, ১৮ অক্টোবর ২০১৭

নেত্রকোনায় দম্পতি হত্যার ৫ দিনেও ক্লু পায়নি পুলিশ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৭ অক্টোবর ॥ জেলা শহরের সাতপাই বাবলু সরণি এলাকার নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধারের পাঁচদিনেও ঘটনাটির কোন ক্লু খুঁজে পায়নি পুলিশ। এমনকি হত্যকান্ডে জড়িত কাউকে গ্রেফতার বা চিহ্নিতও করতে পারেনি। তবে প্রতিদিনই বিভিন্ন জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে নৃশংস এ হত্যাকান্ডের পর থেকে সাতপাই ও আশপাশের এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সন্ধ্যার পর গৃহিণীরা বাসায় থাকতে ভয় পাচ্ছেন। পুলিশ সুপার মঙ্গলবার জানান, ‘আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাটির তদন্ত করছি। থানা পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং পুলিশ বু্যুরো অব ইনভেস্টিগেশন টিমও (পিবিআই) তদন্তে মাঠে নেমেছেন। ইতোমধ্যে এলাকার অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কারও কাছ থেকে ঘটনাটির কারণ বা কারা এ ঘটনায় জড়িত থাকতে পারে সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। কুমিল্লায় সওজ কর্মচারীদের সমাবেশ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৭ অক্টোবর ॥ সড়ক ও জনপথ বিভাগের সারাদেশের ৭ হাজার ওয়ার্কচার্জড কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে কুমিল্লায় সওজ’র ৬ জেলার কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সওজ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন খান। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সওজ নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার প্রমুখ।
×