ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় পরিকল্পনামন্ত্রী

এ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে

প্রকাশিত: ০৫:২০, ১৫ অক্টোবর ২০১৭

এ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৪ অক্টোবর ॥ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে, এ সরকারের আমলেই এ সেতু চালু হবে। তিনি বলেন, আগামী নির্বাচন হবে উন্নয়নের প্রতীক নৌকার নির্বাচন। দেশজুড়ে উন্নয়নের জোয়ারে মানুষ এখন শেখ হাসিনা ও নৌকার ওপর বিশ্বাসী হয়ে গেছে। দেশের উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই- এ কথা দেশবাসী মনেপ্রাণে বিশ্বাস করে। শনিবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট এ.আর.উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই কুমিল্লায় ব্যাপক উন্নয়ন হয়েছে। কুমিল্লা ইপিজেড স্থাপন হয়েছে। এখানে ৫০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। কুমিল্লা আইটি পার্ক স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে। কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড থেকে নোয়াখালী পর্যন্ত ফোর লেনের কাজ সহসা শুরু হচ্ছে। আমার নির্বাচনী এলাকায় (নাঙ্গলকোট ও সদর দক্ষিণ উপজেলা) শতভাগ বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। আরও অনেক উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপত্বিত্বে কর্মিসভায় বক্তব্য রাখেন- নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুদ্দিন কালু, নাঙ্গলকোট পৌরসভার মেয়র মোঃ আবদুল মালেক, অধ্যক্ষ আবু ইউসুফ, আবু ইউছুফ ভূঁইয়া প্রমুখ। কাশিমপুরে মাদক সেবন ও বিক্রির টাকাসহ কারারক্ষী আটক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারা ক্যাম্পাস থেকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে এক কারারক্ষীকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অপর দুই কারারক্ষী পলাতক রয়েছে। এ সময় আটককৃতের কাছ থেকে এক পিস ইয়াবা ও মাদক বিক্রির ২১ হাজার টাকা জব্দ করা হয়। শনিবার সন্ধ্যায় আটককৃতকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক কারারক্ষীর নাম পলাশ হোসেন (৩০)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি এলাকার গোলাম মোস্তফার ছেলে। ডিআইজি (প্রিজনস) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
×