ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের জেনারেলদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছে ইইউ

প্রকাশিত: ০৫:৩৯, ১৩ অক্টোবর ২০১৭

মিয়ানমারের জেনারেলদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছে ইইউ

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের প্রতিবাদে মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ করতে আবারও মিয়ানমারের স্টেট কাউন্সিলর আউং সান সুচিকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর সামঞ্জস্যহীন ক্ষমতা প্রয়োগের প্রতিবাদে মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মিয়ানমারের সেনা প্রধান সিনিয়র জেনারেল মিন অং কে ইইউ সতর্ক করে জানিয়েছে, যদি রাখাইন পরিস্থিতির উন্নতি না হয় তাহলে নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করা হবে। এই চুক্তিটি ইইউ-এর রাষ্ট্রদূতরা ইতোমধ্যেই অনুমোদন করেছেন। আগামী সোমবার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তা স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এতে বলা হয়েছে, এতো মানুষের পালিয়ে যাওয়া সংখ্যালঘুদের উৎখাতের বিষয়টিকেই ইঙ্গিত দেয়। উভয় পক্ষকে অবিলম্বে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়ে চুক্তিটিতে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনীর সামঞ্জস্যহীন শক্তিপ্রয়োগের ঘটনায় ইইউ এবং এর সদস্য দেশ মিয়ানমারের সেনাপ্রধান ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সবধরনের আমন্ত্রণ বাতিল করছে এবং সবধরনের প্রতিরক্ষা সহযোগিতা পুনর্বিবেচনা করা হবে। মিয়ানমারের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রফতানিতে আগে থেকেই ইইউ’র নিষেধাজ্ঞা ছিল। প্রস্তাবিত চুক্তিতে বলা হয়েছে, যদি সঙ্কটের উন্নতি না ঘটে তাহলে আরও পদক্ষেপের বিষয়টি বিবেচনা করা হবে। সূত্র জানায়, আগামী সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের এক বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছেদের সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া মিয়ানমারের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা করা হবে ওই বৈঠকে। যদিও মিয়ানমার ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক নিষেধজ্ঞাকে তারা ভয় পায় না। তবে মিয়ানমার এটা বললেও নিষেধাজ্ঞা জারি করা হলে তাদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। জাতিসংঘের আহ্বান ॥ মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন এবং বৈষম্যমূলক আচরণ বন্ধে করতে আবারও দেশটির স্টেট কাউন্সিলর আউং সান সুচিকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। বুধবার জাতিসংঘের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানবাধিকার দফতরের পরিচালক জয়তী সাঙ্গেরা রাখাইনের সহিংসতা বিষয়ক এক প্রতিবেদন পেশ করতে গিয়ে এই আহ্বান জানান। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে নিরস্ত্র রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটি সামরিক অভিযান চালিয়েছে। এ সংক্রান্ত এক প্রতিবেদন পেশ করতে জেনেভায় গিয়ে জাতিসংঘের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানবাধিকার দফতরের পরিচালক জয়তী সাঙ্গেরা সুচিকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অবিলম্বে রোহিঙ্গাদের ওপর সব ধরনের নির্যাতন ও দমন পীড়ন বন্ধের জন্য আমরা আউং সান সুচির প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। সাঙ্গেরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রতিবেশী বাংলাদেশে উদ্বাস্তু হওয়া লাখ লাখ রোহিঙ্গা মুসলমানকে নিজ দেশে ফিরে যাওয়ার পথ হয়ত বন্ধ করে রাখা হয়েছে। নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। রোহিঙ্গা মুসলমানদের ব্যাপক হারে পালিয়ে যাওয়ার বিষয়ে জাতিসংঘ পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে বলে ঘোষণা দেয়ার একদিন পর সংস্থাটির মানবাধিকার দফতর এ প্রতিবেদন প্রকাশ করে।
×