ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী রবিবার আসছেন

প্রকাশিত: ০৫:০৬, ১৩ অক্টোবর ২০১৭

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী রবিবার আসছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমার বাহিনীর গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি আগামী রবিবার সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন। ওই দিন সকালে বিশেষ বিমানে ঢাকায় নেমেই তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখান থেকে ঢাকায় ফিরে এসে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাত করবেন। বাংলাদেশ সফরকালে আহমদ জাহিদ রোহিঙ্গা ইস্যু ছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলবেন। সেদিন রাতেই মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ঢাকা ছেড়ে যাবেন। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক সম্প্রতি জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। নতুন করে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে তার দেশ। ঢাকার আশাবাদ এই সফরে নতুন কোন সহায়তার হাত বাড়িয়ে দেবে দেশটি।
×