ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ছাত্রীর আত্মহত্যা ও পুলিশের ওপর হামলা, দুই আসামির আত্মসমর্পণ

প্রকাশিত: ০৪:৪০, ১৩ অক্টোবর ২০১৭

ছাত্রীর আত্মহত্যা ও পুলিশের ওপর হামলা, দুই আসামির আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মেধাবী স্কুলছাত্রী রোজিফা আক্তার সাথীকে আত্মহননে প্ররোচনা ও পুলিশের ওপর হামলা মামলার প্রধান দুই আসামি বখাটে ইয়ামিন হুজাইফা(২০) ও তার পিতা আমিনুর মীর(৫০) আদালতে আত্মসর্মপণ করেছে। বখাটের উত্ত্যক্ত করার কারণে স্কুলছাত্রী আত্মহত্যার ৫ দিনের মাথায় তারা বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে(৪) আত্মসমর্পণ করে। ঘটনার পর থেকে তারা পলাতক ছিল। আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে। হবিগঞ্জে ২ শ্রমিকের রহস্যজনক মৃত্যু নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১২অক্টোবর ॥ বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলা অলিপুরে প্রাণ-আরএফএল কোম্পানির হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে রুবেল মিয়া (২৫) নামে এক শ্রমিক এবং বাহুবলের ইটভাঁটিতে আমিরুল ইসলাম (৩২) নামে অপর এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত রুবেল হবিগঞ্জ সদর উপজেলাধীন উচাইল গ্রামের জনৈক বাচ্চু মিয়ার পুত্র এবং আমিরুল সাতক্ষীরা সদর উপজেলাধীন নারায়ণপুর গ্রামের বাসিন্দা জনৈক কমর উদ্দিনের পুত্র। এদিকে রুবেলের মৃত্যু হিট স্ট্রোকে হয়েছে বলে সংশ্লিষ্ট কোম্পানির এক কর্মকর্তা দাবি করেন। কিন্তু আমিরুলের মৃত্যু একটি পরিকল্পিত হত্যাকা- বলে জানা গেছে। চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার দাবি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর শেরশাহ এলাকায় সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির কার্যালয়ে হামলাকারী ও তাদের ইন্ধনদাতাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক নেতারা এ দাবি জানান। বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
×