ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে হস্তশিল্প প্রকল্প পরিদর্শন করলেন সুইস রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৫:৪০, ১২ অক্টোবর ২০১৭

রাজশাহীতে হস্তশিল্প প্রকল্প পরিদর্শন করলেন সুইস রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে হস্তশিল্প প্রকল্প পরিদর্শন করলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। বুধবার সকালে রাষ্ট্রদূত রেনি হলিস্টাইন চারঘাট উপজেলার হলিদাগাছি জাইগিরপাড়া গ্রামে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় ও বরেন্দ্র উন্নয়ন সংস্থা পরিচালিত ‘সমষ্টি’র হস্তশিল্প প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, গ্রামের দরিদ্র জনগোষ্ঠী নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। তিনি নারীদের হস্তশিল্পে তৈরি পোশাক দেখে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, এখানে যে সব পোশাক তৈরি হচ্ছে তা শুধু দেশে নয়, বিদেশেও রফতানি করা যেতে পারে। রাষ্টদূত বলেন, আপনারা রুচিসম্মত পোশাক তৈরি করেছেন। আমি চেষ্টা করব আপনাদের তৈরি পোশাক যেন দেশে এবং দেশের বাইরে আরও চাহিদা বৃদ্ধি পায়। এ জন্য আপনাদের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা থাকবে। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে তার স্ত্রী কর্নেলিয়া, সুইজারল্যান্ড এ্যাম্বাসির প্রোগাম ম্যানেজার সোহেল ইবনে আলী, কেয়ার বাংলাদেশের ডিরেক্টর আনোয়ারুল হক, রাজশাহীর রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার ড. ইমরান হাসান, বরেন্দ্র উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
×