ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নওগাঁয় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:০৪, ১১ অক্টোবর ২০১৭

নওগাঁয় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১০ অক্টোবর ॥ যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে স্ত্রী খুনের মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদ-াদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফুল ইসলাম এ রায় প্রদান করেন। জানা গেছে, জেলার মান্দা উপজেলার ভরট্ট কাঠেরডাঙ্গা গ্রামের নাছের কবিরাজের কন্যা শেফালী বেগমের বিয়ের সময় যৌতুক হিসেবে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। বিয়ের ১০ বছর পর হঠাৎ করে স্বামী লোকমান হোসেন আরও ৭০ হাজার টাকা দাবি করে। পরবর্তীতে মোটরসাইকেল কিনতে আবারও ৭০ হাজার টাকা পিতার বাড়ি থেকে এনে দিতে শেফালীর ওপর চাপ অব্যাহত রাখে। কিন্তু চাহিদা মোতাবেক টাকা এনে দিতে সে অপারগতা প্রকাশ করলে নির্যাতনের মাত্রা দ্বিগুণ হয়। ২০১৬ সালের ৪ জানুয়ারি মোবাইলে শেফালীর মৃত্যুর সংবাদ তার ছোট ভাই জালাল উদ্দিনকে দেন।
×