ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৫:২৯, ১০ অক্টোবর ২০১৭

কেরানীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

কোর্ট রিপোর্টার ॥ ঢাকার কেরানীগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ী নবাব আলী হত্যা মামলায় এক আসামির মৃত্যুদন্ড এবং দুই আসামির যাবজ্জীবন কারাদন্ডর রায় দিয়েছে আদালত। সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামির নাম মোঃ বাচ্চু। তিনি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার সৈয়দপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে। এছাড়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পার-গেন্ডারিয়ার তোতা মিয়ার ছেলে মোঃ সজল এবং কুমিল্লার দেবীদ্বারের রাজা মোহার এলাকার আব্দুল মান্নানের ছেলে সুমনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। দুজনই পলাতক রয়েছে। রায় ঘোষণাকালে আসামি বাচ্চুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। নিহত নবাব আলী বরগুনা জেলার আমতলী থানার ছোনাউহাটা গ্রামের আকবর আলীর ছেলে।
×