ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে কাপড়ের রোল থেকে সাত কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ০৪:৫৮, ৯ অক্টোবর ২০১৭

শাহজালালে কাপড়ের রোল থেকে সাত কেজি স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ আগের রাতে আনা হয় জুতার তলায় লুকিয়ে। শেষ রক্ষা হয়নি। ধরে ফেলে শুল্ক গোয়েন্দারা। পরের রাতে আনা হয় কাপড়ের রোলের ভেতরে লুকিয়ে। এতেও রেহাই মিলেনি। একই গোয়েন্দার ছোবলে ধরা পড়ে যায় এ চালানও। কাপড়ের রোলে অবিশ্বাস্য কায়দায় আনা সাত কেজি ওজনের স্বর্ণের চালানটি আটক করা হয় শনিবার রাতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে ধরা হয় এ চালান। সিঙ্গাপুর থেকে আসা এসকিউ-৪৪৬ নম্বর ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বর্তমান মূল্য সাড়ে তিন কোটি টাকা। এ বিষয়ে মহাপরিচালক ড. মইনুল খান জনকণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটে কাপড়ের আমদানি চালানে স্বর্ণ আনা হচ্ছে। পরে অভিযান চালিয়ে এ স্বর্ণ জব্দ করা হয়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের এয়ার ফ্রেইট এলাকা থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। তিনি জানান, রাতেই বিমানবন্দরের বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের উড়োজাহাজ থেকে কার্গোর মালামাল খালাস করা হচ্ছিল। এ সময় এয়ারওয়ে বিলের মাধ্যমে তৈরি পোশাক কারখানার জন্য আমদানি করা কাপড়ের একটি রোল তল্লাশি করা হয়। কালো কাপড়ের ওই রোলের ভেতর সাতটি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতি বারের ওজন এক কেজি। সব মিলিয়ে মোট সাত কেজি স্বর্ণ জব্দ করা হয়। তদন্তের স্বার্থে এই মুহূর্তে কাপড় আমদানিকারক প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হচ্ছে না। এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। রাতেই তা পাচার হওয়ার চেষ্টা ছিল। ওই ফ্লাইটের পিমসি নং ৫৮৭২৬ এসকিউ, এয়ারওয়ে বিল নং ৬১৮ এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান সংঘটিত হওয়ার কথা ছিল। আনুমানিক রাত পৌনে এগারটায় বিমানবন্দরের ৪নং বোর্ডিং ব্রিজে অবতরণ করলে শুল্ক গোয়েরন্দারা ফ্লাইটটি ঘিরে ফেলে এবং বিমানের কার্গো হোল্ড থেকে সন্দেহজনক চালানের প্যালেটটি শনাক্ত করে নামানো হয়। প্যালেট হতে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে এয়ারওয়ে বিল নং ৬১৮ এসআইএন ৪৯১৯৮৬৭১ এর পণ্য চালানটি বের করা হয়। আটক পণ্য চালানটিতে ২৩ কেজি ওজনের সাদা রঙের প্লাস্টিক দিয়ে মোড়ানো সাদা, কালো এবং লাল রঙের ৪টি কাপড়ের রোল পাওয়া যায়।
×