ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গরুর দুধ বাড়াবে ডিভাইস

প্রকাশিত: ০৫:১৪, ৭ অক্টোবর ২০১৭

গরুর দুধ বাড়াবে ডিভাইস

আদর্শ খাবার হিসেবে দুধের খ্যাতি দুনিয়াজোড়া। বিশ্বের লোকসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দুধের চাহিদা বাড়ছে হু হু করে। এ চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বিশ্বের বড় বড় দুগ্ধ খামার। গরুর দুধ বাড়াতে প্রতিনিয়ত চলছে গবেষণা। এ ক্ষেত্রে আশার আলো শুনিয়েছে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের একদল গবেষক। দেশটির ইকুইলিউম নামের একটি কোম্পানি ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের গবেষকদের সঙ্গে যৌথভাবে এই গবেষণা সম্পন্ন করে। দীর্ঘ গবেষণার পর তারা এমন একটি মুখোশ আকারের ডিভাইস তৈরিতে সমর্থ হয়েছে যা গরুর মুখে পরিয়ে দিলে ওলানে দুধের পরিমাণ বাড়বে। প্রথমে তারা ঘোড়ার ওপর এই মুখোশ ব্যবহার করে ফল পায়। পরে এটি দুধেল গাইয়ের ওপর প্রয়োগ করা হয়। এখন প্রশ্ন কিভাবে কাজ করবে এই মুখোশ? বিজ্ঞানীরা বলেছেন, ইকুইলিউম বোভাইন লাইট মাস্ক নামের এই ডিভাইস গরুর চোখে এক ধরনের কৃত্রিম আলো প্রতিফলিত করে। এই আলো গরুর শরীরে মেলাটোনিন নামের এক ধরনের হরমোন তৈরি করে। আর এই হরমোন গরুর প্রজনন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুগ্ধ সাইকেলও বৃদ্ধি করে। ইকুইলিউম কোম্পানির কর্মকর্তা বারবারা মার্ফি বলেছেন, আমরা ইতোমধ্যে গরুর ওপর এই মুখোশ ব্যবহার করে প্রত্যাশিত ফল পেয়েছি। এখন আমরা এটির বাজারজাত ও মূল্য নির্ধারণ নিয়ে কাজ করছি।-সায়েন্স নিউজ অবলম্বনে
×