ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দিল্লীতে পররাষ্ট্র সচিব

রোহিঙ্গা সমস্যা মৌলবাদ উস্কে দিচ্ছে

প্রকাশিত: ০৫:১৩, ৭ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা সমস্যা মৌলবাদ উস্কে দিচ্ছে

কূটনৈতিক রিপোর্টার ॥ পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল কূটনৈতিক প্রচেষ্টার কারণে গোটা বিশ্ব আজ রোহিঙ্গা সমস্যার সমাধানে সচেষ্ট। এছাড়া রোহিঙ্গা সমস্যা মৌলবাদকে উস্কে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শুক্রবার সকালে দিল্লীর বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব এসব কথা বলেন। পররাষ্ট্র সচিব বলেন, অসহায় এবং নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয়সহ সব ধরনের মানবিক সহায়তা দিয়ে প্রধানমন্ত্রী সাহসিকতা এবং মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শহীদুল হক বলেন, বিশ্ব সম্প্রদায় আজ রোহিঙ্গা সমস্যার সমাধানের উপায় খুঁজছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো বিষয়টি আলোচিত হয়েছে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতাকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন। পররাষ্ট্র সচিব সাংবাদিক সম্মেলনে দৃঢতার সঙ্গে বলেন, বাংলাদেশের সকল দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে ছিল এবং থাকবে। তার ভারত সফরের সময়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্র সচিব ড. এস জয়শঙ্করের সঙ্গে রোহিঙ্গাদের কারণে বাংলাদেশকে যেসব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সেসব বিষয়সহ অনান্য সকল বিষয়েই আলোচনা হয়েছে বলে তিনি জানান। তিনি রোহিঙ্গাদের জন্য ভারতের ত্রাণ সহায়তার প্রশংসা করেন। পররাষ্ট্র সচিব বলেন, বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়ে অন্য দেশে যাওয়ায় বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক সমস্যার সৃষ্টি করে। নতুন করে ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আসায় শুধুমাত্র বাংলাদেশের জন্যেই সমস্যার সৃষ্টি করবে না, এটি আঞ্চলিক আর্থ-সামাজিক এবং নিরাপত্তাকেও অস্থিতিশীল করে তুলতে পারে। তিনি এক প্রশ্নের জবাবে রোহিঙ্গা সমস্যা মৌলবাদকে উস্কে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।
×