ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রবারণা পূর্ণিমায় রোহিঙ্গাদের জন্য বৌদ্ধদের বিশেষ প্রার্থনা

প্রকাশিত: ০৮:৩৬, ৬ অক্টোবর ২০১৭

প্রবারণা পূর্ণিমায় রোহিঙ্গাদের জন্য বৌদ্ধদের বিশেষ প্রার্থনা

স্টাফ রিপোর্টার ॥ বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের এক আলোচনা সভায় বৌদ্ধ ধর্মের প্রধান সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বৌদ্ধপ্রধান দেশ মিয়ানমার যা করছে তা গৌতম বুদ্ধের অহিংস নীতির পরিপন্থী। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি অসীম রঞ্জন বড়–য়া বলেন, ৯০ শতাংশ বৌদ্ধদের দেশ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যে অত্যাচার হয়েছে, আমরা তার নিন্দা জানাই। গৌতম বুদ্ধের মূলনীতি ছিল, অহিংসা পরম ধর্ম। বৌদ্ধ ধর্মের মূল নীতিতে মিয়ানমার আঘাত হেনেছে। এর তীব্র প্রতিবাদ জানাই আমরা। এর আগে রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ বৌদ্ধ বিহার ও প্যাগোডা থেকে ফানুস উৎসব বন্ধ রেখেছে। প্রবারণা সন্ধ্যায় ফানুস উৎসব বৌদ্ধদের ধর্মীয় আচারের একটি অংশ।
×