ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর চাপ দিতে জাতিসংঘের সহযোগিতা কামনা

প্রকাশিত: ০৫:৫৪, ৫ অক্টোবর ২০১৭

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর চাপ দিতে জাতিসংঘের সহযোগিতা কামনা

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে জাতিসংঘের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের মানবিকতাবোধ ও উদারতার ব্যাপক প্রশংসা করেছে জাতিসংঘ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কারীর কার্যালয় ওসিএইচএ-এর উপ-মহাসচিব মার্ক লোকক এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক এ্যান্থনি লেক এ প্রশংসা করেন। মানবিক সহায়তার ক্রমবর্ধমাণ চাহিদা মেটাতে জাতিসংঘ তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছে তারা।
×