ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কাকতালীয়!

প্রকাশিত: ০৫:৫২, ৫ অক্টোবর ২০১৭

কাকতালীয়!

একই দিনে জন্ম, একই হাসপাতালে। শুধু তা-ই নয়, এখন তারা স্বামী-স্ত্রী। আমৃত্যু একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস হাসপাতালে জন্ম নেয়ার দুই দশক পরে গত নয় সেপ্টেম্বর তারা গাঁটছড়া বাঁধলেন। জেসিকা গোমেজ ও এ্যারোন বেরোস ১৯৯০ সালের ২৮ এপ্রিল জন্মগ্রহণ করেন। হাসপাতালটি বস্টন থেকে চল্লিশ মাইল দূরে। তারা বেড়েও ওঠেন আলাদা পরিবেশে। কিন্তু স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে তারা বন্ধুত্বে আবদ্ধ হন। তবে তখনও এ ঘটনা তাদের অজানা। গোমেজ বলেন, আমরা দুজনে জানতে পারি যে আমরা পৃথিবীতে প্রথম নিশ্বাস নিয়েছি একইদিনে একই হাসপাতলে। তবে প্রথম দেখাতেই আমরা পরস্পরের প্রেমে পড়ে যাই। জেসিকা বলেন, এটা সত্যিই চমৎকার। খুবই বিরল ঘটনা। আমি আমার নিয়তিতে বিশ্বাস করি। এটা আমাদের ভাগ্যেরই অংশ। মানুষ তার ভাগ্য থেকে বেরিয়ে আসতে পারে না। গোমেজ আরও বলেন, আমরা একসঙ্গে বড় হয়নি। স্কুল থেকে আমাদের প্রথম পরিচয়। আমরা আমাদের ভালবাসায় সফল। -নিউইয়র্ক পোস্ট
×