ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নেপালের লারকে পর্বতশৃঙ্গ জয়ে অভিযানে যাচ্ছে বাংলাদেশী ৬ তরুণ

প্রকাশিত: ০৫:১৬, ৩০ সেপ্টেম্বর ২০১৭

নেপালের লারকে পর্বতশৃঙ্গ জয়ে অভিযানে যাচ্ছে বাংলাদেশী ৬ তরুণ

স্টাফ রিপোর্টার ॥ নেপালের মানাসলু হিমালয় অঞ্চলে ২০ হাজার ৫০০ ফুট উঁচু ‘লারকে’ পর্বতচূড়া জয়ের অভিযানে যাচ্ছে বাংলাদেশের ছয় তরুণ। এভারেস্ট জয়ী এম এ মুহিতের নেতৃত্বে আগামী ৩ অক্টোবর এই আরোহী দলটি নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বে। এ পর্বতারোহী দলের বাকি পাঁচ অভিযাত্রী হলেনÑ নূর মোহাম্মদ, বাহলুল মজনু, শায়লা পারভীন, ইকরামুল হাসান ও রিয়াসাদ সানভী। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লারকে পর্বত শিখরে বাংলাদেশের প্রথম অভিযানের এসব তথ্য জানানো হয়। পর্বতারোহণের পরিকল্পনা তুলে ধরে এম এ মুহিত বলেন, মূল অভিযানে আমাদের ২১ থেকে ২২ দিন সময় লাগবে। এটি একটি কঠিন অভিযান এবং দলের সবার জন্য একটি চ্যালেঞ্জ। এই দলে যারা আছেন, তারা সবাই মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী। এমন অভিযানে যেতে শারীরিক ফিটনেসের একটি ব্যাপার আছে। এবার যারা অভিযানে যাচ্ছি, তারা সবাই এক বছর ধরে নিয়মিত শরীর চর্চায় ফিটনেস ঠিক রাখার চেষ্টা করেছি। এই পর্বতচূড়া অভিযানে যৌথভাবে এমএন ইস্পাহানি লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, আজিম গ্রুপ ও আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড সহযোগিতা করছে। এছাড়া অভিযাত্রী দলকে ৫০ শতাংশ ছাড়ে ঢাকা-কাঠমা-ু ফ্লাইটের টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। আর সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান পর্বতারোহী তরুণদের শুভ কামনা জানান।
×