ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে দলিল লেখক সমিতির মানববন্ধন

প্রকাশিত: ০৪:১১, ২৯ সেপ্টেম্বর ২০১৭

নরসিংদীতে দলিল লেখক সমিতির মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ রোহিঙ্গাদের বর্বরোচিত গণহত্যা, নিজ ভূমি থেকে উচ্ছেদ ও ধর্ষণের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার ৬টি উপজেলার দলিল লেখকবৃন্দ, সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিস, তল্লাশিকারকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিয়ানমারের গণহত্যা, রোহিঙ্গা উচ্ছেদ ও ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে। অবিলম্বে সহিংসতা বন্ধ ও শরণার্থীদের ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি চাপপ্রয়োগের জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ নূর আলম ভূঁইয়া। আরও বক্তব্য রাখেন- সমিতি কেন্দ্রীয়সহ আইনবিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বাবুল মৈশান, সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন মোল্লা নান্নু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইবনে রহিছ মিঠু, মহাফেজ খানা, তল্লাশিকারক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন কাজল প্রমুখ। তিন কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে প্রায় সোয়া তিন কোটি টাকা মূল্যের তিন কেজি ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে রবিউল ইসলাম (২৫) নামের এক মাদক বিক্রেতাকে। র্যাব রাজশাহীর অপরাধ দমন বিশেষায়িত কোম্পানির একটি দল বুধবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার উজানপাড়া থেকে তাকে গ্রেফতার করে। রবিউল ইসলাম উপজেলার মহিশালবাড়ি মাদাপুরের রফিকুল ইসলামের ছেলে। এ নিয়ে রাতেই গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব। বৃহস্পতিবার র্যাবের মেজর এএম আশরাফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুকুরে বিষ দিয়ে রেণুপোনা নিধন নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, বগুড়া, ২৮ সেপ্টেম্বর ॥ আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রাজ্জাক আজাদের পুকুরে বিষপ্রয়োগে সিলভার কার্প ও বাটাসহ দেশীয় বিভিন্ন প্রকার রেণুপোনা মাছ বিনষ্ট করা হয়েছে। বুধবার রাতে উপজেলার ডুমড়ীগ্রামের পুরানা পুকুরনামক পুকুরে কে বা কারা বিষপ্রয়োগ করে। এতে প্রায় ১ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই মৎস্য ব্যবসায়ী। জানা গেছে, উপজেলার নশরৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নশরৎপুর ইউপি সদস্য আবদুর রাজ্জাক আজাদ প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে যায়। এ সময় তিনি দেখতে পান তার পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। তিনি জানান, কে বা কারা পারিবারিক বা দলীয় পূর্বশত্রুতার জেরে আমার পুকুরে বিষপ্রয়োগ করেছে।
×