ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে ॥ নাহিদ

প্রকাশিত: ০৮:৩০, ২৮ সেপ্টেম্বর ২০১৭

সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে ॥ নাহিদ

জবি সংবাদদাতা ॥ রাজধানীর সোনারগাঁও হোটেলে ইউনেস্কোর একটি কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মানবসম্পদ উন্নয়নের জন্য প্রযুক্তিগত শিক্ষা অত্যন্ত জরুরী। দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। বর্তমান সরকার এই কারিগরি শিক্ষার প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ইউনেস্কো ঢাকা অফিসের উদ্যোগে বাংলাদেশে ক্যাপাসিটি বিল্ডিং ফর এডুকেশন (ক্যাপিডি) কর্মসূচীটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় শিক্ষা নীতি ও পরিকল্পনার পাশাপাশি এসডিজি-৪-এর নজরদারিসহ সেক্টর ব্যবস্থাপনায় এসডিজি-৪-এর অঙ্গীকারকে সমন্বিত করার পাশাপাশি বাংলাদেশের জাতীয় ক্ষমতা বৃদ্ধির জন্য ক্যাপেড প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে। প্রোগ্রামটি ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসেন, টেকনিক্যাল ও মাদ্রাসা শিক্ষা সচিব মোঃ আলমগীর হোসেন, দেশের ইউনেস্কো প্রতিনিধি বিটরিস খালদুনসহ প্রমুখ।
×