ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে চার্জার লাইটে পাঁচটি স্বর্ণের বার

প্রকাশিত: ০৮:০৪, ২৭ সেপ্টেম্বর ২০১৭

শাহজালালে চার্জার লাইটে পাঁচটি স্বর্ণের বার

স্টাফ রিপোর্টার। হযরত শাহজালালে চার্জার লাইটের ভেতরে করে স্বর্ণ নিয়ে এসে ধরা পড়লেন এক যুবক। তার কাছ থেকে পাঁচটি স্বর্ণের বার (প্রায় ৫৮০ গ্রাম) উদ্ধার করা হয়েছে। এই স্বর্ণের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বারগুলো উদ্ধার করে। ধরা পড়া যুবকের নাম সৈয়দ আশরাফুল হুদা। পিতার নাম সৈয়দ লুতফুল হুদা। বাড়ি চট্টগ্রামের চাঁদগাঁওয়ে। তার পাসপোর্ট নম্বর: বিএফ-০৯১১৮৩১। তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানের একজন কেরানি। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানিয়েছেন, আশরাফুল হুদা দুবাই থেকে এসেছেন। বেলা ১১টা ৩৫ মিনিটে এফজেড-৫৮৩ ফ্লাইটযোগে শাহজালালে অবতরণ করেন। গোপন সংবাদ থাকায় গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দার দল তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে তিনি বারবার বলেন তার কাছে কোন স্বর্ণের বার নেই। তার সঙ্গে থাকা চার্জার লাইট ভেঙ্গে স্বর্ণের বারগুলো বের করা হয়। এরপর বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে চার্জার লাইটের ভেতর থেকে ৫৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। ধরা পড়া যাত্রীর পাসপোর্ট অনুযায়ী তিনি চলতি বছর ছয়বার বিদেশ ভ্রমণ করেছেন।
×