ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতেও কূটনৈতিকভাবে সরকার সফল ॥ সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতেও কূটনৈতিকভাবে সরকার সফল ॥ সংস্কৃতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বঙ্গবন্ধুকন্যা বিশ্বের কাছে নন্দিত নেত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভূমিকার কারণে জাতিসংঘও মিয়ানমারকে চাপে রেখেছে। সরকার কূটনৈতিকভাবে সফল হয়েছে। উত্তরাঞ্চলে সাম্প্রতিককালের বন্যাকে স্মরণকালের ভয়াবহ বন্যা উল্লেখ করে তিনি বলেন, বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রামনগর চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন আসাদুজ্জামান নূর। পাঁচ হাজার বন্যার্তের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণের আয়োজন করে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড (এবি ব্যাংক)। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরীও বক্তব্য দেন। এদিকে সংস্কৃতিমন্ত্রী বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষাবিষয়ক এক সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। ৫০ দলিত পরিবারে পোশাক বিতরণ স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সোমবার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দলিত ডোম সম্প্রদায়ের ৫০ পরিবারের মাঝে উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ধর্মীয় উৎসবের আমেজ থেকে যেন তারা বঞ্চিত না হয় সেজন্য এবারের এই স্মাইল প্লিজ ইভেন্টের মাধ্যমে তাদের নতুন পোশাক উপহার দেয়া হয়েছে। ওই দিন দুপুরে স্থানীয় ইউনিয়ন চত্বরে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাদেরুল ইসলাম, সচিব সজীব সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বাপ্নিকগণ। এই ইভেন্টের মাধ্যমে ৩৪ জনকে শাড়ি, ১৫ জনকে লুঙ্গি এবং ১ জনকে থ্রি পিস দেয়া হয়। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৬ সেপ্টেম্বর ॥ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০১৬ সালের জেএসসি ও ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার বিদ্যালয়ের সবুজ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে পৌর মেয়র এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনসহ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক মশিউর রহমান পলাশ, শিক্ষক স্বপন কুমার সাহা, কৃতি শিক্ষার্থী হাবীবা সুলতানা তন্নি প্রমুখ।
×