ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ময়েজউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:২৬, ২৭ সেপ্টেম্বর ২০১৭

ময়েজউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত সাবেক এমপি শহীদ ময়েজউদ্দিনের ৩৩তম শাহাদাত বার্ষিকী বুধবার। তিনি বর্তমান সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির বাবা। শহীদ ময়েজউদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ ২৭ সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- সকাল ৯টায় রাজধানী ঢাকার বনানী কবরস্থানে শহীদ ময়েজউদ্দিনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। বেলা ১১টায় গাজীপুর জেলার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে এবং বেলা সাড়ে ১১টায় কালীগঞ্জ পৌরসভায় উপজেলা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। জাবিতে একাধিক ধর্মীয় অনুষ্ঠানের ছুটি শুরু আজ জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা, মহরম (আশুরা) ও লক্ষীপূজা উপলক্ষে ছুটি শুরু হচ্ছে আজ থেকে। এ উপলক্ষে আগামী ৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় ও প্রশাসনিক দফতরসমূহ বন্ধ থাকবে। তবে অক্টোবরের ৮ তারিখ থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চালু হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে।
×