ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নিজের শিক্ষককে পা ছুঁয়ে সালাম করলেন ঢাবি উপাচার্যর্

প্রকাশিত: ০৬:২৫, ২৪ সেপ্টেম্বর ২০১৭

নিজের শিক্ষককে পা ছুঁয়ে সালাম করলেন ঢাবি উপাচার্যর্

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ভরা মজলিসে নিজের শিক্ষকের পা ছুঁয়ে সালাম করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজের শিক্ষককে সম্মান প্রদর্শন করে দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানকে দেয়া এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতি। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে আসন গ্রহণ করেন অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। এর কিছুক্ষণ পরেই সংবর্ধনা মঞ্চে উপস্থিত হন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ ইব্রাহিম। এ সময় অধ্যাপক আখতারুজ্জামান নিজ শিক্ষককে দেখে দাঁড়িয়ে যান। অবাক করে দেন উপস্থিত সকলকে। পরে অধ্যাপক ইব্রাহিমের পায়ে হাত দিয়ে সালাম করেন উপাচার্য। সালাম শেষে তাকে বুকে টেনে নেন অধ্যাপক ড. ইব্রাহিম। শিক্ষাগুরুর প্রতি এমন সম্মান দেখে এ সময় উপস্থত সবাই অবাক হয়ে যান। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকায় মোবাইল কোর্ট পরিচালনা খাদ্য মন্ত্রণালয়াধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে ঢাকা মহানগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮, পুরানা পল্টনে অবস্থিত হোটেল কস্তুরী লিঃ পরিদর্শনকালে দেখা যায় যে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছে, হোটেলের রান্নাঘরে ফ্লোর নোংরা, নিম্নমানের লবণ ব্যবহার করা হচ্ছে এবং ফ্রিজের পচা-বাসি মাছ দিয়ে খাদ্য তৈরির প্রক্রিয়া চলছে, যা নিরাপদ খাদ্য আইনÑ ২০১৩ এর ধারা ৩৫ অনুসারে নিরাপদ খাদ্যবিরোধী কার্যকলাপ। ঐ হোটেল ব্যবসায়ী নিরাপদ খাদ্য আইন- ২০১৩ এর ধারা ৩৫ লঙ্ঘন করায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আসলাম ভূইয়া অভিযোগ দায়ের করেন। -বিজ্ঞপ্তি
×