ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিএনপি জামায়াতের সঙ্গে কোন জাতীয় ঐক্য নয় ॥ ইনু

প্রকাশিত: ০৫:৪০, ২৩ সেপ্টেম্বর ২০১৭

বিএনপি জামায়াতের সঙ্গে কোন জাতীয় ঐক্য নয় ॥ ইনু

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রোহিঙ্গা ইস্যুতে বিএনপির জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করে বলেছেন, এই রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। কিন্তু যারা জঙ্গীবাদ, রাজাকার, সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দেয় সেই বিএনপি-জামায়াতের সঙ্গে কোন জাতীয় ঐক্য হতে পারে না। বিএনপি জামায়াতকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাসদের দুই দিনব্যাপী জাতীয় কমিটির সভার উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গীবাদ নির্মূলের আন্দোলনে আছি। জঙ্গীবাদ নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে। অন্যদিকে জামায়াতকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া ও বিএনপি জঙ্গীবাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, নানা চক্রান্ত করছে। রাজাকারের পৃষ্ঠপোষক জামায়াত, জামায়াতের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। আমরা জাসদের পক্ষ থেকে বলেছিলাম দেশের রাজনীতিকে কলুষকমুক্ত করতে হলে জামায়াত ও জামায়াত সমর্থিত এবং পৃষ্ঠপোষকদের চিরতরে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে হবে। রোহিঙ্গা ইস্যুতে তথ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে রোহিঙ্গা ইস্যু আমাদের জন্য বড় সঙ্কট হয়ে দাঁড়িয়েছে। উদ্বোধনী বক্তব্য শেষে দুই দিনব্যাপী জাতীয় কমিটির সভা শুরু হয়।
×