ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এসডিজি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে এসডিজি ট্র্যাকার চালু করা হয়েছে ॥ পলক

প্রকাশিত: ০৫:৫১, ২২ সেপ্টেম্বর ২০১৭

এসডিজি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে এসডিজি ট্র্যাকার চালু করা হয়েছে ॥ পলক

স্টাফ রিপোর্টার ॥ তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রাসমূহ এসডিজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ই-গবর্নমেন্ট কার্যক্রমের আওতায় এর মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, ২১ শতক উপযোগী মানবসম্পদ বিকাশে সহযোগিতা, আর্থিক-ধর্মীয়-জাতিসত্তার পটভূমি বিচার না করেই নারী-পুরুষ সবার জন্য সমতা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এসডিজি বাস্তবায়নের অগ্রগতি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে একটি অনলাইন ডাটা ভা-ার ‘এসডিজি ট্র্যাকার’ চালু করা হয়েছে। বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে বারোটায় নিউইয়র্কের জাতিসংঘের সদর দফতরে ‘ই-গবর্নেন্স : পার্টনারশিপ ফর এ্যাচিভিং এসডিজিস’ শীর্ষক এক হাইলেভেল সাইড ইভেন্টে কিনোট বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আইসিটি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এসডিজি বাস্তবায়নে তথ্যপ্রযুক্তির বর্ণনা দিয়ে পলক বলেন, আমরা ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম প্রতিষ্ঠা এবং মোবাইল অ্যাপভিত্তিক স্বাস্থ্যসেবা চালু করেছি। মাধ্যমিক বিদ্যালয়ে সারাদেশে ছয় হাজার ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করেছি, আরও ১৫ হাজার ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ইন্টারএ্যাকটিভ ডিজিটাল কন্টেন্ট চালু করার পাশাপাশি ২৫ হাজার বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠা করা হয়েছে বেশ কয়েকটি ই-লার্নিং সাইট। সব দক্ষতা উন্নয়ন (প্রশিক্ষণ) কার্যক্রমে নারীদের জন্য ন্যূনতম ৩০ শতাংশ কোটা বরাদ্দ রাখা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের এ্যাসিস্ট্যান্ট এ্যাডমিনিস্ট্রেটর, ডিরেক্টর ফর দ্য ব্যুরো ফর পলিসি এ্যান্ড পোগ্রাম সাপোর্ট এবং জাতিসংঘের সহকারী মহাপরিচালক মাগদা মার্টিনেজ-সলিমানের সঞ্চালনায় ওই উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে আরও বক্তব্য রাখেন- এস্তোনিয়ার রাষ্ট্রপতি কেসটি কালজুলাইড, নামিবিয়ার অর্থনৈতিক পরিকল্পনাবিষয়ক মন্ত্রী টম আলেওয়েন্ডো, কলম্বিয়ার জাতীয় পরিকল্পনাবিষয়ক মন্ত্রী লুইস ফার্নান্দেজ মেজিয়া। এতে ডিজিটাল বাংলাদেশে সমাজের সব শ্রেণী-পেশার অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম তথা সামগ্রিক কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
×