ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার সঙ্গে বৈঠক ॥ রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসা দুর্যোগতুল্য ॥ আব্বাস

প্রকাশিত: ০৬:১৪, ২০ সেপ্টেম্বর ২০১৭

শেখ হাসিনার সঙ্গে বৈঠক ॥ রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসা দুর্যোগতুল্য ॥ আব্বাস

বিডিনিউজ ॥ মিয়ানমারে দমনপীড়নের শিকার হয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসাকে ‘দুর্যোগ’ হিসেবে চিহ্নিত করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। রোহিঙ্গাদের আশ্রয়ে ভূমিকা রাখায় সবাই শেখ হাসিনার প্রশংসা করছে বলেও বাংলাদেশের সরকারপ্রধানকে বলেন ফিলিস্তিনী প্রেসিডেন্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এ দুই নেতার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে মাহমুদ আব্বাস বলেছেন, এটা একটা দুর্যোগ। মাহমুদ আব্বাস বলেন, সবাই, সর্বত্র প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) প্রশংসা করছে তার মানবিক পদক্ষেপের জন্য। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানবিক সত্তা হিসেবে এ দায়িত্ব পালনের কথা আমাদের মনে রাখতে হবে। তবে সাময়িকভাবে আমরা তাদের আশ্রয় দিচ্ছি। কিন্তু মিয়ানমারকে তাদের নাগরিকদের ফেরত নিতে হবে। রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরিতে প্রেসিডেন্টের সহযোগিতা চান শেখ হাসিনা। এবার এমন এক সময়ে জাতিসংঘের সাধারণ অধিবেশন বসছে, যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গার পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কয়েক যুগ ধরে প্রায় চার লাখ রোহিঙ্গার ভার বহন করে আসা বাংলাদেশের এই দফায় আরও প্রায় চার লাখ শরণার্থী প্রবেশ করেছে। রাখাইনের পরিস্থিতির উন্নতি না হলে এই সংখ্যা ১০ লাখে ঠেকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। বৈঠকে মাহমুদ আব্বাস ফিলিস্তিনের বর্তমান অবস্থা সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত করেন। শেখ হাসিনা ফিলিস্তিনের প্রতি তার সমর্থনের কথা তুলে ধরেন।
×