ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

১৭ বছর শিকলে বন্দী জীবন শাহিনের

প্রকাশিত: ০৪:৩৩, ২০ সেপ্টেম্বর ২০১৭

১৭ বছর শিকলে বন্দী জীবন শাহিনের

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় ১৭ বছর ধরে শিকলে বন্দী জীবন কাটাচ্ছে শাহিন হাওলাদার (১৮) নামের এক যুবক। তার বৃদ্ধা মা হনুফা বেগম এখন চিন্তিত তার মৃত্যুর পর শাহিনের দায়ভার কে নেবে? বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের পুত্র শাহিন। জানা গেছে, মাত্র এক বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় শাহিন। সেই থেকে টানা ১৭ বছর ধরে শেকলে বন্দী অবস্থায় সে জীবন যাপন করছে। বয়সের ভারে ন্যুজ হয়ে পড়া শাহিনের বৃদ্ধা মা হনুফা বেগম রোগাক্রান্ত সন্তানের মুখে অন্ন তুলে দিতে তার বসতঘর সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ছেলেকে শিকলে বেঁধে রেখে প্রতিদিন স্থানীয় একটি পশু হাসপাতালে ঝিয়ের কাজে যান। এর বিনিময়ে প্রতিমাসে যা আয় হয় তা দিয়েই কোনমতে চলে তাদের অভাবের সংসার। হনুফা বেগম (৭০) জানান, তিনি সাত সন্তানের জননী। পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে শাহিন হচ্ছে সবার ছোট। অন্য চার ছেলেরা দিনমজুর হিসেবে কাজ করে নিজেদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তিনি আরও জানান, এক বছর বয়সে হঠাৎ করে টাইফয়েড জ্বরে শাহিন আক্রান্ত হয়। ওই সময় স্থানীয় এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় শাহিন প্রাণে বেঁচে গেলেও কিছুদিন পরেই শুরু হয় তার অস্বাভাবিক আচরণ। দিনে দিনে তার এ আচরণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় শিশুকাল থেকেই তাকে শিকলে বন্দী করে রাখতে বাধ্য হয় দরিদ্র এ পরিবারটি।
×