ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে ॥ এরশাদ

প্রকাশিত: ০৪:১৪, ১৯ সেপ্টেম্বর ২০১৭

মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে যদি কেউ বাধা সৃষ্টি করে সেখানেই আমাদের প্রতিরোধ ও সন্ত্রাসীকে প্রতিহত করা হবে। আমরা আশা করি, আগামী নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে। সোমবার রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাপা ঢাকা মহানগর উত্তর আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, দেশের রাজনৈতিক অবস্থা ঘোলাটে। রাজনীতি থেকে মানুষের মন উঠে যাচ্ছে। দেশবাসীকে আস্থায় ফিরে আনতে হবে। দলকে শক্তিশালী করে নির্বাচনে অংশ নিয়ে ভোটের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। তিনি রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে বলেন, মানুষ মানুষের প্রতি এভাবে অত্যাচার করতে পারে, ভাবলেই শরীর শিউরে ওঠে। আজ ওদের অপরাধ ওরা মুসলমান। আমাদের সকলেরই উচিত রাজনীতিকে বাইরে রেখে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি বড় মনের পরিচয় দিয়েছেন।
×