ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সাইনবোর্ড ঝুলিয়ে স্কুলমাঠ দখলের চেষ্টা

প্রকাশিত: ০৬:৫২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

সাইনবোর্ড ঝুলিয়ে স্কুলমাঠ দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাতের আঁধারে সাইনবোর্ড ঝুলিয়ে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র। ওই চক্রটি স্কুলের জমি নিজেদের মালিকানা দাবি করে বিদ্যালয়ের মাঠে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। রবিবার সকালে স্কুলে এসে ছাত্রীরা এ ঘটনা দেখে ক্ষোভে ফেটে পড়ে। একপর্যায়ে ছাত্রীরা স্কুল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে জমি দখলের ওই সাইনবোর্ডটি উপড়ে ফেলে। প্রধান শিক্ষক এইচএম জামিল হোসেন জানান, দক্ষিণবঙ্গের বরেণ্য রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার কৃষিমন্ত্রী, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নিহত শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের নামে ১৯৯৭ সালে রহমতপুর এলাকায় নারীশিক্ষা বিস্তারের লক্ষ্যে ওই বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন সাবেক চীফ হুইপ ও বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। স্কুলের নামে স্থানীয় আব্দুল মজিদ খান গং, সৈয়দ ফজলে আলী গং ও আব্দুর রহিম হাওলাদার গংয়ের মোট দান করা জমির পরিমাণ ৮১ শতক। এ সম্পত্তির মধ্যে বিভিন্ন সময়ে বেশকিছু জমি জবরদখল করে নেয় স্থানীয় কতিপয় প্রভাবশালী ভূমিদস্যু। বর্তমানে মাত্র ৬০ শতক জমি স্কুলের ভোগদখলে রয়েছে। প্রধান শিক্ষক আরও জানান, স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু জাকির হোসেন হাওলাদার, জসিম উদ্দিন ও হারুন-অর রশিদ শনিবার রাতের আঁধারে নিজেদের মালিকানা দাবি করা একটি সাইনবোর্ড স্কুল মাঠে ঝুলিয়ে দেয়। এর আগেও ওই ভূমিদস্যুরা স্কুলের জমি দখল করে গাছপালা রোপণসহ স্কুল ভবনের পাশে একটি গোয়ালঘর নির্মাণ করে। গোলায়ঘরের দুর্গন্ধে স্কুলে পাঠদানের পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে।
×