ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মার্কিন কর্মকর্তাকে মংডুতে যেতে দেবে না মিয়ানমার

প্রকাশিত: ০৫:১২, ১৭ সেপ্টেম্বর ২০১৭

মার্কিন কর্মকর্তাকে মংডুতে যেতে দেবে না মিয়ানমার

বিডিনিউজ ॥ মিয়ানমার সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিক মারফিকে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত এলাকা পরিদর্শনে যেতে দেবে না দেশটির সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন চলার মধ্যে মিয়ানমার সফররত যুক্তরাষ্ট্রের এ মন্ত্রীকে রাখাইনের মংডু জেলার কোন স্থানে যেতে দেয়া হবে না বলে শুক্রবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। সাম্প্রতিক সেনা অভিযান শুরুর পর গত তিন সপ্তাহে প্রায় চার লাখ রোহিঙ্গা প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। এ ধরনের সেনা অভিযানকে ইতোমধ্যে ‘জাতিগত শুদ্ধি অভিযানের যথাযথ দৃষ্টান্ত’ বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র মিয়ানমারের নেত্রী আউং সান সুচির প্রতি সমর্থন প্রকাশ করলেও রাখাইনে রোহিঙ্গাদের উপর সেনা নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে। দমন-পীড়নের মধ্যে মানবিক সঙ্কট তৈরির প্রেক্ষাপটে ওয়াশিংটনের উদ্বেগ এবং ত্রাণ ও মানবাধিকার কর্মীদের ঢুকতে দিতে চাপ তৈরির উদ্দেশে মিয়ানমার সফর করছেন যুক্তরাষ্ট্র উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মারফি। মিয়ানমারের কর্মকর্তারা বলেছেন, প্যাট্রিক মারফি রাজধানী নে পি দোতে সরকারী নেতাদের সঙ্গে সাক্ষাত এবং মঙ্গলবার জাতির উদ্দেশে সুচির ভাষণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। রাখাইন রাজ্যের রাজধানী শিডউয়েও সফর করতে পারবেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। সেখানে রাজ্য গবর্নরের সঙ্গেও তার সাক্ষাত হতে পারে বলে রয়টার্সকে জানান রাজ্য সরকারের সচিব তিন মং স্যি। কিন্তু ২৪ আগস্টের পর সেনা অভিযান চলা রাজ্যের উত্তরাঞ্চলের মংডু জেলা পরিদর্শনের বিষয়ে মং স্যি বলেন, যাওয়ার অনুমতি পাবেন না। মংডুতে ত্রাণকর্মীদের যাওয়া নিষিদ্ধ করা হয়নি বলে শুক্রবার মিয়ানমার বললেও সরকারের একজন মুখপাত্র বলেছেন, পরিস্থিতির কারণে ত্রাণকর্মীদের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের উদ্বেগ রয়েছে। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা বলেছেন, রাখাইনে সেনা সদস্যরা তাদের নির্বিচারে হত্যা করছে, জ্বালিয়ে দিচ্ছে ঘর। শুক্রবারও রাখাইনের নয়ানচুয়াং গ্রামের ৩০টি ঘর পুড়িয়ে দেয়া হয় বলে মিয়ানমারের সরকারী পত্রিকা নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে। পুড়ে যাওয়া সবগুলো ঘর রোহিঙ্গাদের বলে সংবাদ প্রতিবেদনে জানানো হলেও কিভাবে তা পুড়েছে, তা নিশ্চিত করা হয়নি।
×