ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতা নিরসনে চউকের প্রকল্পে অসঙ্গতি রয়েছে ॥ মেয়র

প্রকাশিত: ০৫:০৫, ১৩ সেপ্টেম্বর ২০১৭

জলাবদ্ধতা নিরসনে চউকের প্রকল্পে অসঙ্গতি রয়েছে ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে একনেকে অনুমোদিত মহাপরিকল্পনায় অসঙ্গতি রয়েছে বলে মনে করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। তাছাড়া এ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বয়ের অভাব রয়েছে বলে তিনি অভিমত রাখেন। মেয়র আরও বলেন, চউকের প্রকল্প রিভাইজড হওয়া প্রয়োজন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গঠিত টাস্কফোর্সের প্রথম সভাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায়, যা রাত পর্যন্ত চলে। মেয়র বলেন, চউক ওয়াসার ড্রেনেজ মাস্টারপ্ল্যান অনুসরণ করে প্রকল্প গ্রহণ করেছে বলে উল্লেখ করলেও বাস্তবিক অর্থে মাস্টারপ্ল্যান অনুসরণ করা হয়নি। বিশেষ করে চট্টগ্রাম ওয়াসার প্রকল্পটি এ ক্ষেত্রে স্টাডি করা হয়নি। নগরীর আন্দরকিল্লায় মেয়রের নিজ বাসভবনে সভাটি অনুষ্ঠিত হয়। চসিক মেয়র বলেন, ওয়াসার মাস্টারপ্ল্যান এড়িয়ে যদি প্রকল্প বাস্তবায়ন করা হয় তাহলে জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর সদিচ্ছার অপমৃত্যু হতে পারে। চউকের প্রকল্পটি যদি রিভাইজড করা না হয় তাহলে কাক্সিক্ষত ফলাফল আসবে না। বিষয়টি তিনি মন্ত্রীকে জানাবেন বলে উল্লেখ করেন।
×