ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে রোহিঙ্গাদের নিয়ে মায়াকান্না মানায় না ॥ ড. হাছান

প্রকাশিত: ০৮:১৮, ১২ সেপ্টেম্বর ২০১৭

পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে রোহিঙ্গাদের নিয়ে মায়াকান্না মানায় না ॥ ড. হাছান

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আউং সান সুচির হাতে যেমন রোহিঙ্গাদের রক্ত মাংসের পোড়া গন্ধ, তেমনি বিএনপি নেতাদের হাতেও সাধারণ মানুষের রক্ত মাংসের পোড়া গন্ধ। পেট্রোলবোমা মেরে যারা মানুষ পুড়িয়েছে তাদের মুখে রোহিঙ্গাদের নিয়ে মায়াকান্না মানায় না। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘সাগর-রুনি’ মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিংবদন্তি কণ্ঠশিল্পী মরহুম আবদুল জব্বারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে রাজনীতিতে নেমেছে বিএনপি। রোহিঙ্গাদের দুর্দশায় ছুটে আসতে পারতেন খালেদা জিয়া। তা না করে লন্ডনে বসে রয়েছেন তিনি। এর আগে দেশের মানুষ যখন বন্যায় ভাসছিল তখন বিএনপি নেত্রী লন্ডনে বসে শপিং করছিলেন। হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গাদের যেভাবে সাহায্য-সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাতে বিশ্বনেতারা তার প্রশংসা করছেন। রোহিঙ্গা ইস্যুতে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত আউং সান সুচির ভূমিকা প্রশ্নবিদ্ধ করেছে বলেও জানান হাছান। সারা বিশ্ব যখন রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকারের প্রশংসা করছে তখন বিএনপি সমালোচনা করছে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব, আমেরিকা ও তুরস্কের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশে রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করছেন। আর বিএনপি সমালোচনা করছে। কারণ বিএনপি কারও প্রশংসা করতে পারে না। আর করবেই বা কীভাবে, লন্ডনে খালেদা জিয়া ব্যস্ত আইএসআইয়ের সঙ্গে বৈঠকে এবং মির্জা ফখরুল ইসলাম ব্যস্ত প্রেসক্লাবের সামনে মানববন্ধন নিয়ে।
×