ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শিশুপার্কসহ বিনোদন কেন্দ্রগুলোয় এখনও উপচেপড়া ভিড়

প্রকাশিত: ০৪:৪০, ৭ সেপ্টেম্বর ২০১৭

শিশুপার্কসহ বিনোদন কেন্দ্রগুলোয় এখনও উপচেপড়া ভিড়

জান্নাতুল মাওয়া সুইটি ॥ রাজধানীজুুড়ে নেই যানজট, নেই মানুষের কোলাহল। পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষ হয়েছে দু’দিন আগে। কিন্তু রাজধানীতে ঈদের আমেজ কাটেনি এখনও। অফিসপাড়ায় তেমন উপস্থিতি নেই কর্মজীবীদের। নগরীর বেশিরভাগ বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ। তাই রাজধানীর সড়কগুলো অনেকটাই ফাঁকা। তবে ঈদের পঞ্চম দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্র ও আশপাশের এলাকাতে রয়েছে উপচেপড়া ভিড়। ঈদ-উল-আযহা উপলক্ষে ফাঁকা নগরীতে বিভিন্ন পেশার মানুষ সন্তান-সন্ততি, স্বজনসহ আনন্দ উপভোগের জন্য এক বিনোদন কেন্দ্র থেকে অন্য বিনোদন কেন্দ্রে ছুটেছেন বিনোদনপিয়াসীরা। ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানীর বাইরে থেকেও অনেকে আসছেন বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদ-উল-আযহার দিন থেকেই বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে বেড়িয়েছেন হাজারো মানুষ। বুধবারও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর একই চিত্র ছিল। এদিন বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে, বিভিন্ন বয়সী মানুষের উপচেপড়া ভিড়। যেন মানুষের ঢল নেমেছে। ঈদের উচ্ছলতায় ভেসে গিয়েছিল নগর জীবনের সব ক্লান্তি। ঈদের দিন বিকেল থেকেই শাহবাগ জাতীয় জাদুঘর, আগারগাঁও বিমান বাহিনী জাদুঘর, মিরপুর চিড়িয়াখানা, হাতিরঝিল, শাহবাগ শিশুপার্ক, বোটানিক্যাল গার্ডেনসহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। সে আমেজ এখনও চলমান। বুধবার প্রায় সব বিনোদন কেন্দ্রেই ছিল উপচেপড়া ভিড়। রাজধানীর রমনা পার্ক, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ধানম-ি লেক, সংসদ ভবন চত্বর, শেরেবাংলা নগরের ক্রিসেন্ট লেক, চন্দ্রিমা উদ্যান, বঙ্গবন্ধু নভোথিয়েটারসহ সব বিনোদন কেন্দ্র লোকে লোকারণ্য ছিল। নানা বয়সী মানুষের পদচারণায় মুখর ছিল রাজধানীর রমনা পার্ক ও শিশুপার্ক। দূর-দূরান্ত থেকে অনেকে সপরিবারে ঘুরতে এসেছেন পার্কে। দল বেঁধে অনেকে পার্কে ঘুরেছেন। শাহবাগের কেন্দ্রীয় শিশুপার্কটি ছিল শিশুদের দখলে। বিভিন্ন রাইডে চড়ে আনন্দে মেতে উঠছে শিশুরা। মিরপুর-১০ নম্বর থেকে সপরিবারে শিশুপার্কে ঘুরতে এসেছে কলেজ ছাত্র আবির। তার বাবা আবু-বকর জনকণ্ঠকে বলেন, ‘পশু কোরবানি নিয়ে ব্যস্ত থাকায় এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটানোর জন্য বের হওয়া হয়নি। আজ পরিবার নিয়ে বেড়াতে আসলাম। এখানে শিশুরা নানা রাইডে চড়ে আনন্দ করছে। ছেলের সঙ্গে আমরাও আনন্দ করছি।’ ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে বিমান বাহিনী জাদুঘরে ঘুরতে এসেছেন আকলিমা তাবাসসুম। তিনি জানান, ‘এবারের ঈদে বাড়ি যাওয়া হয়নি। তাই ঈদের পরদিন থেকেই রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থানে সন্তানদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি।’ জাতীয় জাদুঘরের সামনেও এদিন দর্শনার্থীদের লম্বা লাইন দেখা গেছে। রাজধানীর অন্যতম সৌন্দর্যম-িত স্থান হাতিরঝিল। সেখানেও রয়েছে বিনোদন পিপাসুদের উপচেপড়া ভিড়। ঈদের দিন বিকেল থেকে সেখানেও দর্শনার্থী সমাগম লক্ষ্যণীয়। বুধবারও এর ব্যতিক্রম ছিল না। হাতিরঝিলের নান্দনিক সৌন্দর্য উপভোগ করেন সৌন্দর্য পিপাসুরা। এছাড়া বঙ্গবন্ধু নভোথিয়েটার, সংসদ ভবন চত্বর, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল, বিজয় সরণির সামরিক জাদুঘর, শ্যামলীর শিশুমেলা, ধানম-ি ও সায়েদাবাদের ওয়ান্ডারল্যান্ডসহ সকল বিনোদন কেন্দ্র ও স্থাপনাতে ছিল মানুষের আনাগোনা। অন্যদিকে, ঈদের আনন্দকে আরও উপভোগ্য করে তুলতে অনেকে আবার ছুটছেন সিনেমা হলগুলোতে। ঈদে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন সিনেমা দেখতে অনেকেই সপরিবারে হাজির হচ্ছেন রাজধানীর বিভিন্ন সিনেমা হলে। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার, বলাকা, মধুমিতা, শ্যামলীসহ সিনেমা হলগুলোতে বুধবার সিনেমাপ্রেমীদের ভিড় লক্ষ্য করা গেছে। শুধু রাজধানীতেই নয়, রাজধানীর অদূরে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম, নন্দনপার্ক এবং মিনি চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় রয়েছে। নগর জীবনের কোলাহল থেকে একটু দূরে বিনোদনের আশায় পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই ছুটে যান এসব বিনোদন পার্কে। মেতে ওঠেন সেলফিতে। ওয়াটার কিংডমেও ঈদ আনন্দ ভাগাভাগি করতে সমাগম ঘটছে বিভিন্ন বয়সী দর্শনার্থীদের।
×