ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ডাঃ মোঃ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:০১, ৬ সেপ্টেম্বর ২০১৭

ডাঃ মোঃ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ১৯৮৯ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। সমিতি এ দিনটিকে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করে থাকে। এ উপলক্ষে সমিতি, বারডেমসহ এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহ এবং বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলো বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দিবসটি উপলক্ষে এবার দিনব্যাপী কর্মসূচী নিয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ৮টায় মরহুমের বনানীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০টায় বারডেম মিলনায়তনে (তৃতীয় তলা) বিশেষজ্ঞ ডাক্তার ও রোগীদের আলোচনা ও প্রশ্নোত্তর এবং দুপুর ১২টায় ডাঃ মোহাম্মদ ইব্রাহিম স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের জীবন ও কর্মের ওপর আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। স্মৃতিচারণ করবেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব জামিল মজিদ, বাডাসের ন্যাশনাল কাউন্সিল সদস্য ও বারডেমের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান ডাঃ সারওয়ার আলী এবং মহিলাবিষয়ক অধিদফতরের সাবেক মহাপরিচালক নীলুফার বেগম। স্বাগত বক্তব্য রাখবেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার। সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান। অনুষ্ঠান শেষে ডাঃ মোঃ ইব্রাহিমের জীবন ও আদর্শ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। বাদ আছর বারডেম বহির্বিভাগে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। বারডেমের বহির্বিভাগে আসা গরিব ডায়াবেটিস রোগীদের মধ্যে বিতরণ করা হবে বিশেষ খাবার। দিবসটি উপলক্ষে সমিতির নিজস্ব প্রকাশনা ‘কান্তির’ বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। এছাড়া সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত রবীন্দ্র সরোবরের সামনে এবং এনএইচএন ও এইচসিডিপির বিভিন্ন কেন্দ্রসংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়ের ব্যবস্থা করা হয়েছে। সমিতির অন্যতম প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এ উপলক্ষে হৃদরোগীদের জন্য ‘ফ্রি হার্ট ক্যাম্প’-এর আয়োজন করেছে। শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত হৃদরোগীরা বিনামূল্যে কার্ডিয়াক মেডিসিন ও কার্ডিয়াক সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। -বিজ্ঞপ্তি
×