ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

হজ পালন শেষে সৌদিবাদশাহ ও যুবরাজের সঙ্গে এরশাদের বৈঠক

প্রকাশিত: ০৫:৪৪, ৫ সেপ্টেম্বর ২০১৭

হজ পালন শেষে সৌদিবাদশাহ ও যুবরাজের সঙ্গে এরশাদের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সৌদি বাদশাহর আমন্ত্রণে হজ পালন শেষে শনিবার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। মিনা প্যালেসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য রতনা আমিন হাওলাদার এমপি ও মেজর খালেদ আখতার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সৌদি বাদশাহ সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। মিনা প্যালেসে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। সৌদি বাদশাহ, যুবরাজ, সাবেক রাষ্ট্রপতি এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, রতনা আমিন হাওলাদার এবং মেজর খালেদ আখতার একই টেবিলে নৈশভোজে অংশগ্রহণ করেন।
×