ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মালিবাগে মাংস কাটতে গিয়ে যুবকের মৃত্যু

আদাবরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা, শাহবাগে দুর্ঘটনায় শিশু নিহত

প্রকাশিত: ০৫:১১, ৫ সেপ্টেম্বর ২০১৭

আদাবরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা, শাহবাগে দুর্ঘটনায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার ॥ ঈদের তিনদিনের ছুটিতে রাজধানীতে এক ছাত্রলীগ নেতাসহ দু’জনকে হত্যা করা হয়েছে। শাহবাগে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ সময় সিএনজি যাত্রী নিহতের মা-বাবা গুরুতর আহত হয়েছে। পৃথক স্থানে দুই গৃহবধূ আত্মহত্যা করেছে। মিরপুরে গরু দেখতে গিয়ে রাস্তার পাশে থাকা স্টিলের র‌্যাক মাথায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গুলশানে ডোবা থেকে এক যুবকের পচাগলা লাশ উদ্ধার হয়েছে। মালিবাগে গরুর মাংস কাটতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঈদের পরের দিন রবিবার গভীর রাতে রাজধানীর আদাবরে মশিউর রহমান মশু (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি থানা ছাত্রলীগের পরিবেশ ও সমাজসেবক বিষয়ক সম্পাদক ছিলেন। নিহতের বাবার নাম জুলহাস দেওয়ান। আদাবর শেখেরটেকের ১১ নম্বর রোডের ৩৫/৮ নম্বর বাড়িতে সপরিবারে থাকতেন। সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে মশুর লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ছোট ভাই মজিবর রহমান জানান, ঈদের পরের দিন রবিবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন ভাই মশিউর রহমান মশু। পথিমধ্যে আদাবর শেখেরটেক ১০ নম্বর রোডের মাথায় আসার মুূহূর্তে অতর্কিত হামলা চালানো হয়। ভাইয়ের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। রড দিয়ে বেধড়ক পেটানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ভাই মশিউরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যায় মশিউর। মজিবর রহমান অভিযোগ করে বলেন, আদাবর যুবলীগ নেতা মোল্লা স্বপন, লেদু হাসান, সেলিম, মধুদের সঙ্গে বিরোধ ছিল ভাই মশিউরের। তিনি দাবি করেন, এদের পরিকল্পনায় মশিউর খুন হয়েছেন। পুলিশ জানায়, নিহত মশু থানা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে তাকে তার পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে সে ভয়ঙ্কর মাদক ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। গত ২ আগস্ট মাদক ব্যবসায় বাধা দেয়ায় মশু ও তার বাহিনীর সদস্যরা সহিদুল ইসলাম স্বপন নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে চাপাতি ও হকিস্টিক দিয়ে আঘাত করে। এ ব্যাপারে মশু ও তার সহযোগী সুমন ওরফে ওয়ানপিস সুমন, রাকিব ওরফে বিবিসি রাকিব, শফিক, জুয়েল, মিরাজ, রাকিবসহ অজ্ঞাত আরও ১০/১২জনকে আসামি করে মামলা হয়। মশু পুলিশের খাতায় গরু মশু হিসেবে পরিচিত। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। মশুকে হত্যার ঘটনায় আটজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চলছে। আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, হত্যাকা-ের শিকার মশু এবং তাকে যারা হত্যা করেছে তাদের অতীত রেকর্ড ভাল নয়। তারা চিহ্নিত সন্ত্রাসী। নিজেদের মধ্যে বিরোধের জের ধরে এই হত্যাকা- ঘটতে পারে। একইদিন মধ্য রাতে রাজধানীর মিরপুর ঘুমন্ত স্বামীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বড় বউ। নিহতের নাম মোঃ শাহীন। এ সময় নিহতের ছোট বউ রোকসানা (৩০) গুরুতর আহত হয়েছে। এলাকায় বড় বউয়ের চাপাতির কোপে মোঃ শাহীন (৪৫) এক ব্যক্তি খুন হয়েছে। ঘটনার পর নিহতের বড় বউ আকলিমা পালিয়ে গেছে। সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে শাহীনের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শাহীনের বাবার নাম শেখ সাগির। গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার দরগাপুরে। তিনি মিরপুরে বড়বাগের ৭২ নম্বর বাসায় একটি টিনশেড ঘরে ছোট বউকে নিয়ে ভাড়া থাকতেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রবিবার রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় স্বামী শাহীনকে (৪৫) বড় স্ত্রী আকলিমা বঁটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ মিরপুর বড়বাগ এলাকার ৭২ নম্বর টিনশেড বাড়ি থেকে শাহীনের মৃত দেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ঘাতক নিহতের বড় বউ আকলিমা পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ঈদের পরের দিন রবিবার সকালে শাহবাগের শিক্ষা ভবনের সামনের রাস্তায় প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিযাত্রী মীম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা রিক্সাচালক কামরুল ইসলাম (২৫) ও তার মা সোনিয়া (২০) গুরুতর আহত হয়েছে। দুই গৃহবধূর আত্মহত্যা ঈদের পরের দিন রবিবার গভীর রাতে ডেমরায় লাকি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। নিহতের চাচাত ভাই মোঃ শাহাদাত হোসেন জানান, লাকি দুই সন্তান নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারের বড় ভাঙ্গা এলাকায় থাকত। তার স্বামী আব্দুস সালাম প্রবাসী। এদিকে ঈদের আগের দিন শুক্রবার বিকেলে তেজগাঁও মনিপুরীপাড়া এলাকায় সৃষ্টি (২২) নামে আরেক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লেকে যুবকের লাশ ঈদের আগের দিন শুক্রবার সকালে পুলিশ গুলশান লেক থেকে অজ্ঞাত (২৮) এক যুবকের পচাগলা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। টিন পড়ে শিশুর মৃত্যু এদিকে ঈদের দিন শনিবার মিরপুরে গরু দেখতে গিয়ে রাস্তার পাশে থাকা স্টিলের র‌্যাক মাথায় পড়ে তামিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবার নাম আকতার হোসেন পেশায় গার্মেন্টস কর্মী। তারা ১২৫/খ দক্ষিণ পীরেরবাগে থাকেন। গরুর মাংস কাটতে গিয়ে যুবকের মৃত্যু মালিবাগে গরুর মাংস কাটতে গিয়ে আব্দুল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নোয়াখালীর চাটখিল থানার আমিরবাড়ী গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে। ঈদের দিন শনিবার সকালে আবদুল তার মালিকের বাড়িতে গরুর মাংস কাটছিলেন। হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। মাথা ঘুরে পড়ে যান। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুলকে মৃত ঘোষণা করেন।
×