ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ॥ আহত ১৮

প্রকাশিত: ০৩:৫৯, ৫ সেপ্টেম্বর ২০১৭

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ॥ আহত ১৮

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৪ সেপ্টেম্বর ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১৮ জন। এ সময় দুটি বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। রবিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরকালিকাপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে। জানা গেছে, কালিকাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এজাজুর রহমান আকন ও সাবেক চেয়ারম্যান আহসান মাতুব্বরের সঙ্গে এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার দুপুরে দুপক্ষের লোকজন স্থানীয় বাজারে জড়ো হলে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চারজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৮ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে দুটি বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ আহতরা হলোÑ জহির আকন, সেলিম মাতুব্বর, শফিকুল আকন ও জসিম। এছাড়া বাকি আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলোÑ কিসলু মাতুব্বর, ইমরান মাতুব্বর, বাবুল মাতুব্বর, কাজল রেখা, ইসমাইল মাতুব্বর, ফারুক রাঢ়ী, ইমারাত মাতুব্বর, জামাল মাতুব্বর, আবুল কাশেম, জয়নাল মাতুব্বর ও দবির সরদার। এদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
×