ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাংবাদিকের জমি দখলের চেষ্টা

প্রকাশিত: ০৬:৫৮, ৩১ আগস্ট ২০১৭

সাংবাদিকের জমি দখলের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩০ আগস্ট ॥ আমতলী উপজেলার বাজারখালী গ্রামের ইদি আমিনের মৃত্যুর ঘটনায় দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মোকলেছুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়েরের পর এবার তাদের জায়গা জমিন জবর দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে ইদি আমিনের স্বজনরা ওই সাংবাদিক পরিবারের জায়গা জমিন জবর দখলের চেষ্টা করছেন। জানা গেছে, চলতি বছরের ৭ জানুয়ারি বরগুনার আমতলীর বাজারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে ইদি আমিনের মৃত দেহ পাওয়া যায়। এ ঘটনায় দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মোখলেছুর রহমান ও তার ৮২ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী বাবা আবদুর বারী হাওলাদার, বড় ভাই দৈনিক মানবকণ্ঠের চীফ রিপোর্টার সিদ্দিকুর রহমান, মেঝ ভাই বেসরকারী উন্নয়ন সংস্থা ব্লুগোল্ডে পটুয়াখালীতে কর্মরত আনিসুর রহমান, আমেরিকা প্রবাসী ছোট ভাই মিজানুর রহমান, কলেজ পড়ুয়া ভাই মেহেদী হাসান ও বড় বোনের ছেলে কলেজ পড়ুয়া মুসফিকুর রহমানসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। অভিযোগ রয়েছে, মামলার বাদী ইয়ামিন মৃধা, তার ভাই আলামিন মৃধা ও ইমরান মৃধা সাংবাদিক পরিবারের ১৫ একর জায়গা জমি জবর দখলের অপচেষ্টা করছে। এ অবস্থায় সাংবাদিক মোকলেছুর রহমানের বাবা আবদুর বারী হাওলাদার বিষয়টি জানিয়ে বরগুনা পুলিশ সুপার, জেলা প্রশাসক ও আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গত ২৩ আগস্ট একটি লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থায় নেয়া হয়নি।
×