ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ০৫:৫৬, ৩১ আগস্ট ২০১৭

আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে কোফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে জাতিসংঘকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এছাড়া চলমান রোহিঙ্গা সঙ্কটে জাতিসংঘের সমর্থন প্রত্যাশা করেছেন তিনি। বুধবার বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি ওয়াটকিন্সের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রত্যাশা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে রবার্ট ডি ওয়াটকিন্স এক বৈঠক করেন। ঢাকা থেকে বিদায় নেয়ার আগে এক বিদায়ী বৈঠক করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি তুলে ধরেন। তিনি রোহিঙ্গা সঙ্কট সমাধানে কোফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে জাতিসংঘকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানান। একই সঙ্গে চলমান রোহিঙ্গা সঙ্কটে জাতিসংঘের সমর্থন প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে রবার্ট ওয়াটকিন্স জানান, বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে খুব চমৎকার সহযোগিতা চলছে। বাংলাদেশ সরকার অব্যাহতভাবে জাতিসংঘের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে বলে তিনি ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।
×