ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নিখোঁজ ব্যবসায়ী অনিরুদ্ধকে অপহরণের অভিযোগ

প্রকাশিত: ০৫:১৬, ২৯ আগস্ট ২০১৭

নিখোঁজ ব্যবসায়ী অনিরুদ্ধকে অপহরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংক কর্মকর্তার পর ঢাকার অভিজাত এলাকা গুলশান থেকে নিখোঁজ ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়েরও সোমবার সন্ধ্যা পর্যন্ত সন্ধান মেলেনি। ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়কে অপহরণ করার অভিযোগ উঠেছে। তবে বিষয়টি রহস্যজনক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার পর্যন্ত ওই ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার বিষয়ে মুক্তিপণ চাওয়ার ঘটনা ঘটেনি। নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ও র‌্যাব। রবিবার বিকেল সাড়ে চারটায় গুলশান-১ নম্বর ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে অনিরুদ্ধ কুমার রায় নামের ওই ব্যবসায়ীকে মাইক্রোবাসে করে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে। নিখোঁজ ব্যবসায়ী মেসার্স আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সিআইপি (কমার্শিয়ালি ইমপোর্টটেন্ট পার্সন)। পাশাপাশি বেলারুশের অনারারি কনসাল বলেও পুলিশ জানায়। গুলশান মডেল থানার ওসি আবু বকর সিদ্দিকী জানান, অনিরুদ্ধ কুমার রায় ওই ব্যাংকে ঋণের বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। ব্যাংক থেকে বের হওয়ার পরেই তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত অপহৃত ব্যবসায়ীকে ছেড়ে দিতে কোন মুক্তিপণ চাওয়ার ঘটনা ঘটেনি। অনিরুদ্ধের সঙ্গে ব্যবসায়িক অংশীদারদের দ্বন্দ্ব রয়েছে বলে জানা গেছে। ওই দ্বন্দ্বের সূত্র ধরে তাকে অপহরণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যবসায়ীর গাড়িচালকের বরাত দিয়ে ওসি আরও জানান, গাড়িতে ওঠার সময় দুজন লোক ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিল। কথা বলতে বলতে তাকে মাইক্রোবাসের কাছে নিয়ে আচমকা ধাক্কা দিয়ে গাড়িতে তুলে নেয়। এরপর দ্রুত গাড়িটি সেখান থেকে চলে যায়। অনিরুদ্ধ রায় গুলশানের ১৪০ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে থাকেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন নিখোঁজ ব্যবসায়ীর পরিবার। বিষয়টি গুরুত্বের সঙ্গে ওই ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলে র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান। তিনি বলছেন, বিষয়টি রহস্যজনক। ব্যবসায়ীর অপহরণের সঙ্গে ব্যক্তিগত, পারিবারিক, গাড়িরচালক বা ব্যবসায়িক কোন দ্বন্দ্বের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত ২৩ আগস্ট দুপুরে রাজধানীর পুরানা পল্টনের খানা বাসমতি রেস্টুরেন্টের সামনে থেকে বেসরকারী আইএফআইসি ব্যাংকের কর্পোরেট কমিউনিকেশন্স ও ব্র্যান্ডিং বিভাগের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদকে অপহরণ করা হয় বলে তার পরিবারের অভিযোগ।
×